প্যারিস: অলিম্পিক্সে পরপর তিনবার পদক জয়ের রেকর্ড কোনও ভারতী ক্রীড়াবিদের নেই। সেই রেকর্ড গড়তে প্রচেষ্টায় বিন্দুমাত্র খামতি রাখছেন না তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu)। হাইপক্সিক চেম্বারে (Hypoxic Chamber) সময় কাটানো থেকে, আলাদা প্লেইং স্টাইলের মহড়া দিতে টিম মেটদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা, সব করছেন তিনি। কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোনকে (Prakash Padukone) মেন্টর হিসেবে পেয়ে আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গিয়েছে সিন্ধুর।
তিনি বলছেন, হ্যাঁ, অবশ্যই আমার লক্ষ্য পদক। সেটা এক, দুই বা তিন হোক, যায় আসে না। আমি দুটো পদক জিতেছি, কিন্তু এবার তিন নম্বর ভেবে চাপ নিতে চাই না।
আরও পড়ুন: দেশে ফিরলেন রোহিত শর্মা, পরের গন্তব্য শ্রীলঙ্কা
সিন্ধু আরও বলেন, প্রত্যেকবার যখন অলিম্পিক্সে যাই, আমার কাছে প্রত্যেকবার তা নতুন। তাই প্রত্যেকবারই আমি পদক জিততে চাই এবং আশা করি হ্যাটট্রিক শিগগিরই হবে। প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিক্সে রুপো এবং ২০২১ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। ১৪০ কোটি ভারতবাসী এবার প্যারিসে (Paris Olympics 2024) তাঁকে সোনা জিততে দেখতে চায়।
প্যারিসে আসার আগে জার্মানির সারব্রাকেনের স্পোর্টক্যাম্পাস সার-এ প্রস্তুতি নিয়েছেন সিন্ধু। ওখানকার আবহাওয়া প্যারিসের মতোই। নিজের ঘরে হাইপক্সিক চেম্বার বানিয়ে দুই রাত ঘুমিয়েছেন তিনি। এই চেম্বারে অক্সিজেনের পরিমাণ কম থাকে যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতার জায়গার সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। দমের ঘাটতি হবে না।