কলকাতা: আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে জট কিছুতেই কাটছে না। জট কাটা তো দূর, বরং ভারতীয় ডিফেন্ডারের ফুটবল ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে। জটিলতা কাটার চাবিকাঠি রয়েছে আপাতত মোহনবাগানের (Mohun Bagan SG) হাতেই।
দিল্লি এফসি (Delhi FC) ২০২৭ সাল পর্যন্ত সবুজ-মেরুনের সঙ্গে লোনে চুক্তি করেছিলেন আনোয়ার। পরে ফিফা জানায় লোনের চুক্তি এক বছরের বেশি করা যাবে না। কিন্তু যেহেতু ভারতে এই নিয়ম বলবৎ হওয়ার আগে আনোয়ারের চুক্তি হয়েছিল, তাই আইনত তিনি মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ। এই অবস্থায় ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে চুক্তি করে অন্যায় করেছেন খেলোয়াড়টি।
আরও পড়ুন: হল না হ্যাটট্রিক, পদক হাতছাড়া মনু ভাকেরের
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্লেয়ার্স স্টেটাস কমিটির (PSC) নিয়মানুযায়ী আনোয়ারের নির্বাসিত হওয়ার কথা। শুধু মোহনবাগান আপত্তি না জানালে তিনি ছাড় পেয়ে যাবেন। আনোয়ারের ভবিষ্যতের কথা ভেবেই মোহনবাগানের কাছে আবেদন করা হয়েছে যাতে তারা আপত্তি তুলে নেয়। কিন্তু বাগান কর্তৃপক্ষ এখনও অনড় মনোভাব দেখাচ্ছে। একই সঙ্গে নিয়ম ভেঙে আনোয়ারের চুক্তি করায় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি।
দেখুন অন্য খবর: