কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দিনক্ষণ জানিয়ে দিল আইসিসি (ICC)। এক একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র চলে দুই বছর ধরে। বর্তমানে চলছে ২০২৩-২৫ চক্র। তার ফাইনাল রাখা হয়েছে ২০২৫-এর ১১-১৫ জুন। ১৬ জুনকে রিজার্ভ ডে হিসেবে ধরা হয়েছে। খেলা হবে ক্রিকেটের মক্কা লর্ডসে (Lords Cricket Ground)।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই নিয়ে তৃতীয়। এর আগের দুটিতে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুটির ফাইনালেই উঠেছিল ভারত কিন্তু রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার এই ট্রফিকেই পরবর্তী পাখির চোখ করছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)।
আরও পড়ুন: গোলশূন্য ড্র দিয়ে হতাশাজনক শুরু মানোলো যুগের
Bangladesh shot up to fourth in the #WTC25 standings after their series win over Pakistan 😯👏
Standings 📝: https://t.co/BcdeGlTz8E#WTC25 | #PAKvBAN pic.twitter.com/lEhld8YJIS
— ICC (@ICC) September 3, 2024
আইসিসির নিয়মানুযায়ী, দুই বছর ধরে টেস্ট খেলার পর যে দুই দল ক্রমতালিকার শীর্ষে থাকে তাদের মধ্যে ফাইনাল খেলা হয়। চলতি চক্রে এখন পর্যন্ত এক নম্বরে আছে ভারত এবং দুইয়ে অস্ট্রেলিয়া। বলাই যায়, এই প্রতিযোগিতায় সবথেকে ধারাবাহিক দল ভারত। তবে ট্রফিটা শুধু হাতছাড়া হয়েছে।
প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে (Pakistan) ৬ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ২-০ হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। দীর্ঘতম ফর্ম্যাটে এই জয় এখনও পর্যন্ত তাদের সেরা কীর্তি। ঐতিহাসিক জয়ের পরেই চার নম্বরে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে লজ্জাজনক হারের পর আট নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান।
দেখুন অন্য খবর: