কলকাতা: প্রো কবাডি লিগের (Pro Kabaddi League) দশম মরসুম শুরু হল বলে। টুর্নামেন্ট শুরু ২ ডিসেম্বর। যত দিন এগিয়েছে, দেশ জুড়ে জনপ্রিয়তা বেড়েছে এই খেলার। ২০১৪ সালের ইউ মুম্বা (U Mumba) এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্সের (Jaipur Pink Panthers) বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের শুরু। সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছে প্রো কবাডি লিগ। শুরু হয়েছিল আট দল দিয়ে। এখন দলের সংখ্যা ১২। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, বেড়েছে খেলার আকর্ষণ। এমনকী ভিউয়ারশিপে আইপিএলের (IPL) পরেই চলে এসেছে কবাডি লিগ।
আশা করা যায় এবার আরও বেশি সংখ্যক মানুষ এই খেলা দেখবেন। সাক্ষী থাকবেন টানটান লড়াইয়ের। আগেরবারের মতো এ মরসুমেও প্রো কবাডি লিগ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়র্ক। স্মার্টফোনে দেখতে চাইলে ডাউনলোড করে নিন ডিজনি+ হটস্টার অ্যাপ। অর্থ খরচ করে সাবস্ক্রাইব করার দরকার নেই, প্রো কবাডি বিনামূল্যেই দেখতে পারবেন, শুধু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ২ ডিসেম্বর থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত লিগের ম্যাচ দেখতে পারবেন সন্ধে সাড়ে ৭টায়।
আরও পড়ুন: কোথায় কোথায় আয়োজিত হবে প্রো কবাডি লিগ, জেনে নিন
এ মরসুমে যে ১২টি দল অংশ নেবে তারা হল— বেঙ্গল ওয়ারিয়র্স, বেঙ্গালুরু বুলস, দবং দিল্লি কেসি, গুজরাত জায়ান্টস, হরিয়ানা স্টিলার্স, জয়পুর পিঙ্ক প্যান্থার্স, পাটনা পাইরেটস, পুনেরি পল্টন, তামিল থালাইভাস, তেলুগু টাইটানস, ইউ মুম্বা এবং ইউপি যোদ্ধাস।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের সবথেকে সফল দল পাটনা পাইরেটস (Patna Pirates)। তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তাও আবার পরপর তিনবার। জয়পুর জিতেছে দুইবার। আর কোনও দলই একবারের বেশি জেতেনি। সাতটি দল এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি। এক নজরে দেখে নেওয়া যাক গত ন’ বছরের চ্যাম্পিয়ন এবং রানার্স কারা।