ওয়েব ডেস্ক: ২৮৫ দিনের মাথায় ফের দলের কর্মীদের নিয়ে মেগা বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের বৈঠক থেকে দলের কর্মীদের ‘ভুতুড়ে’ ভোটার ধরার ব্যাপারে বিভিন্ন ‘টাস্ক’ দেন অভিষেক। এক্ষেত্রে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগের কথাও জানান তিনি। পাশাপাশি বিগত নির্বাচনে বিভিন্ন জেলার ফলাফল বিশ্লেষণ করেও এদিন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পূর্ব মেদিনীপুর জেলার ফলাফল প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “পূর্ব মেদিনীপুরের মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা প্রয়োগ করে এজেন্সি ভয় দেখিয়ে ভোট করিয়েছে। তমলুকে যে বিজেপি জিতেছে, কত পয়সার কাজ কেন্দ্র থেকে নিয়ে এসেছে? প্রশ্ন করুন।” তিনি আরও বলেন যে, আমরা আরেকটু সিরিয়াসলি নিলে কাঁথিতে জিততে পারতাম। তবে পরিস্থিতি শোধরাতে অভিষেক নিদান দিয়ে জানান, “পূর্ব মেদিনীপুর নিয়ে মিটিং করতে হবে। আমি নিজে পূর্ব মেদিনীপুরে মিটিং করব।”
আরও পড়ুন: সমগ্র শিক্ষা অভিযানের আটকে রাখা টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের
এছাড়াও বিগত নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার ফলাফল নিয়ে অভিষেক বলেন, “পশ্চিম বর্ধমান জেলায় আমরা ১৩৭ বুথে পিছিয়ে আছি। তবে আমরা দুর্গাপুর পূর্বে ভালো ফল করেছি। জামুড়িয়াতেও আমরা ভালো ফল করেছি।” পাশাপাশি পশ্চিম মেদিনীপুর প্রসঙ্গে তিনি বলেন, “খড়গপুর সদর ২৭০টি বুথের মধ্যে কিছু বুথে কম ভোট হেরেছি। আমরা গড়বেতা ঘাটাল সবং কেশপুরে ভালো ফল করেছি।”
পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা প্রসঙ্গে অভিষেক আরও বলেন, “পুরুলিয়ায় আমরা বেশ কিছু ব্লকে ভালো ফল করেছি। তবে নতুন পুরুলিয়া বিধানসভাতে ফল খারাপ হয়েছে।” তবে এদিন অভিষেক দাবি করেন যে, চোপড়ায় এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় তৃণমূল ভালো ফল করেছে।
দেখুন আরও খবর: