জঙ্গলমহল: কুড়মি (Kurmi) সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ফের রেল ও রাস্তা রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ। বুধবার সকাল ৫ টা থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে চলছে এই রেল রোকো আন্দোলন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলটেকা ও ডহর ছেঁকা’। অনির্দিষ্টকালের জন্য তাঁদের এই রেল ও সড়ক অবরোধের জেরে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা। জাতীয় সড়কও অবরোধ থাকায় বুধবার সকাল থেকে হয়রানির শিকার পুরুলিয়া, খড়গপুর-সহ মেদিনীপুরের বাসিন্দারা।
মঙ্গলবার রাতেই তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে হাজির হয় কুড়মি জনজাতির মানুষজন। বুধবার ভোর ৫ থেকে শুরু হয় আন্দোলন। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কুস্তাউর রেল স্টেশনে মোতায়েন রয়েছে পুলিশ ও রেল পুলিশ। রেট সূত্রে খবর, কুড়মি সমাজের রেল রোকো আন্দোলনের জেরে পুরুলিয়া-আদ্রা শাখায় রেল চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ৪৯টি ট্রেন বাতিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুপ এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে বাতিল এবং দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: BJP Intellectual Cell | রিষড়ার ঘটনার নিন্দা করে রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপির বুদ্ধিজীবীরা
বারবার প্রতিশ্রুতি দিয়েও কোনও লাভ হয়নি। এর আগে গত বছর টানা ৫ দিন ধরে একই দাবিতে এই রেল স্টেশনে অবরোধ করেন আন্দোলনকারীরা। কিন্তু তাতেও তাঁদের দাবি মানা হয়নি। তাই এই রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী কুড়মি সমাজ । আন্দোলন প্রসঙ্গে তাঁরা জানান, এই লড়াই তাঁদের ভাষা এবং ধর্মের জন্য। এবার আর প্রতিশ্রুতি দিয়ে বা আলোচনা করে কাজ হবে না। তাঁদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোল চলবে বলেই জানান তাঁরা।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষজনের ভোগান্তির কথা ভেবেই আমরা এই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলাম। তিনি আরও বলেন। সাধারণ মানুষের এভাবে হয়রানির সৃষ্টি করে আন্দোলন আমাদের দল মেনে নেবে না। এমনকী, জঙ্গলমহলের সাধারণ মানুষও মেনে নিচ্ছে না।
উৎসবের মুখে এই কর্মসূচি নিয়ে সাধারণ মানুষজন ভীষণই ক্ষুব্ধ। গত বছরও এই দাবিপূরণের ক্ষেত্রে প্রায় একই বিষয়ে দুর্গাপুজোর মুখে ২০ সেপ্টেম্বর থেকে রেল ও সড়ক অবরোধ শুরু করেছিল আদিবাসী কুড়মি সমাজ।