কলকাতা: অরণ্য ভবনে ইডির ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে চাঞ্চলকর তথ্য। ইডি সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এক সময়ের কার্যালয় অরণ্য ভবন থেকে উদ্ধার হয়েছে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথি। ওই ফিক্স ডিপোজিট মন্ত্রীর স্ত্রী ও মেয়ের নামে রয়েছে বলে সূত্রের খবর।
ইডি সূত্রে আরও খবর, তল্লাশি চালিয়ে অরণ্যভবন থেকে বেশকিছু এলআইসির তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও দুটি বেনামি সম্পত্তিরও হদিশ পেয়েছে ইডি। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশকিছু স্ট্যাম্প পেপার। আর এতেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখেছেন ইডি আধিকারীকেরা।
আরও পড়ুন: ২০ মিনিটের মোদি-মমতা বৈঠকে কী হল
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর মাঝরাতে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারও আগে গত ১৩ অক্টোবর গভীর রাতে গ্রেফতার করা হয় রেশন মামলার মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার ৪৬ দিন পরে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, রেশন বণ্টন নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। তদন্ত চলাকালীন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ তোলে, নজর এড়াতে দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। আর জ্যোতিপ্রিয় ওরফে বালু যাঁদের যাঁদের কাছে টাকা পাঠাতেন, তাঁদের বেশ কয়েক জনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলেও দাবি করে ইডি।
দেখুন আরও অন্য়ান্য: