কলকাতা: দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। আরব সাগর (Arabian Sea) থেকে বিহার পর্যন্ত সেই ঘূর্ণাবর্তের অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে। দক্ষিণবঙ্গে (South Bengal) আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। আকাশ থাকবে মূলত আংশিক মেঘলা। মাঝে মাঝে চড়া রোদ ও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
উত্তরবঙ্গে (North Bengal) একটানা ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে ছিল। আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য এলাকায়।
আরও পড়ুন: ফের কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
কলকাতায় (Kolkata) দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি। তাই রোদ চড়া থাকলে অস্বস্তি থাকবে।
দেখুন অন্য খবর: