কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Medical College) প্রতিবাদে বৃহস্পতিবার এসইউসি(আই)-র (SUCI) পক্ষ থেকে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। শহর কলকাতায় এই বনধের তেমন প্রভাব না পড়লে জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত ছবি দেখা গিয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের (Kolaghat) অন্তর্গত দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কে এসইউসিআই-এর পক্ষ থেকে বিক্ষোভ এবং অবরোধ শুরু হয়। ৩০ মিনিট অবরোধ থাকে ব্যস্ততম ১৬ নম্বর জাতীয় সড়ক। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের তৎপরতায় অবরোধকারীদের হটানো যায়। তবে এলাকায় চলছে বিক্ষোভ মিছিল।
আরও পড়ুন: ইন্টার্ন ডাক্তার শুভদীপ সিনহা মহাপাত্রকে নিয়ে ফেক নিউজ, কী অভিযোগ?
SUCI-এর ডাকা বনধের ধর্মঘটের প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুর (Shantipur) কালনা ঘাটেও। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি মাত্র সংযোগ নৃসিংহপুর ফেরি ঘাট। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ বাস পরিষেবা। কালনা ঘাট বাস স্ট্যান্ড থেকে তিনটি রুটে বাস যাতায়াত করে, কৃষ্ণনগর-কালনা ঘাট, রানাঘাট-কালনা ঘাট এবং দত্তফুলিয়া-কালনা ঘাট। বর্তমানে SUCI-এর ডাকা বন্ধের কারণে পুরোপুরি বন্ধ বাস পরিষেবা। তাতেই ভোগান্তির শিকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। তবে তাঁদের একাংশ জানিয়েছেন, আরজি করে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে দোষীদের শাস্তি দরকার। একদিন একটু কষ্ট হোক তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।
দেখুন অন্য খবর: