skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদনজনতা জনার্দনকে ফের নির্বাচনী পাঠ পড়ালেন কিং খান
Shah Rukh Khan

জনতা জনার্দনকে ফের নির্বাচনী পাঠ পড়ালেন কিং খান

পঞ্চম দফার আগে ভোট নিয়ে বড় বার্তা শাহরুখের

Follow Us :

মুম্বই: ‘জওয়ান’ (Jawan) ছবিতে নির্বাচনী আবহে সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা বলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শিখিয়েছিলেন কীভাবে ঠিক-ভুল বিচার করে কে সঠিক প্রার্থী তা বোঝার কথা। ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে আমরা ভোট দিই, তখন তাকে যাচাই করা উচিত। তার দৌলতে আদৌ বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এইসব বিচার্য বিষয়গুলির কথা উঠে এসেছিল ছবিতে। আর এবার লোকসভা ভোটের আবহে ফের বিশেষ বার্তা দিলেন কিং খান।

সোমবার পঞ্চম দফার ভোটের (Loksabha Elections 2024 5th Phase) মাত্র কয়েকঘন্টা আগে এক্স হ্যান্ডেলে বলিউড বাদশা লিখেছেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আগামী সোমবার আমাদের ভোট দিতে যাওয়া উচিত। চলুন ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। জনস্বার্থে আপনারাও সকলে ভোটের অধিকার প্রচার করুন।”

আরও পড়ুন: ফের বলি ছবিতে ঋদ্ধি, এবার অনুরাগের সঙ্গে!

কিং খানের এই পোস্ট দেখার পরেই অনুরাগীদের মনে পড়েছে তাঁর ‘জওয়ান’ সিনেমার কথা। যা নিয়ে রাজনৈতিক মহলেও কম শোরগোল হয়নি। ছবির প্রেক্ষাপট নিয়ে একাধিক রাজনৈতিক দল একে-অপরের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছিল। ছবির একেকটা প্লটে কখনও অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনও আবার অস্ত্র দুর্নীতি কিংবা বেহাল চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরা হয়েছিল। যা নিয়ে নানান আলোচনা-সমালোচনাও হয়েছিল।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular