skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাজ্যরাজ্যপাল সমান্তরাল অফিস চালাচ্ছেন, কমিশনে নালিশ তৃণমূলের
Lok Sabha Election 2024

রাজ্যপাল সমান্তরাল অফিস চালাচ্ছেন, কমিশনে নালিশ তৃণমূলের

লোকসভা ভোটে হিংসা বরদাস্ত করব না, ফের হুঁশিয়ারি বোসের

Follow Us :

কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল তৃণমূল। শাসকদলের অভিযোগ, কমিশনের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের সমান্তরাল অফিস চালাছেন। তিনি নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করছেন, কোনও সীমাই মানছেন না। শুক্রবার রাজ্য তৃণমূল কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে এর বিহিত চেয়েছে। 

তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের আবহে কমিশন থাকার পরও জনগণের সঙ্গে সরাসরি সংযোগের জন্য রাজ্যপাল ‘লোকসভা পোর্টাল’ চালু করেছেন। তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এই প্রসঙ্গেই কোচবিহারের কথা উল্লেখ করে তৃণমূল কমিশনের কাছে লেখা চিঠিতে বলেছে, নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তার মধ্যে তিনি কোচবিহারের দিনহাটায় চলে গেলেন। রাজ্যপাল ভোট নিয়ে সাধারণ মানুষের কাছে নানা বিবৃতি দিচ্ছেন। তৃণমূল রাজ্যপালের ওই পোর্টাল অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছে কমিশনের কাছে। তাদের আরও অভিযোগ, রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করছেন। 

আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ড, মেয়রকে কটাক্ষ পুরসভার বাম ইউনিয়নের

এদিকে এদিনও রাজ্যপাল দিনহাটার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি দিনহাটায় যা দেখেছি, তা রাজ্যের মানুষ দেখতে চায় না। রাজভবন থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। লোকসভা ভোটে হিংসা বন্ধ করতেই হবে। দিনহাটা এবং সন্দেশখালি নিয়ে রাজভবনের তরফে নির্বাচন কমিশনে রিপো্র্ট পাঠানো হয়েছে। রাজ্যপাল বলেন, রিপোর্ট পাঠানোর থেকেও বড় কথা, আমি দিনহাটায় গিয়ে পরিস্থিতি নিজের চোখে দেখে এসেছি। গ্রাউন্ড জিরোতে গিয়ে যা দেখেছি, তা রিপোর্টের থেকেও গুরুত্বপূর্ণ। বোস জানান, লোকসভা পোর্টালে একশোরও বেশি সুপারিশ জমা পড়েছে ভোট শান্তিপূর্ণ করা নিয়ে।

প্রসঙ্গত, ভোটের সূচি ঘোষণার পরই রাজ্যপাল বলেন, লোকসভা ভোটে হিংসা এবার বরদাস্ত করা হবে না। আমি ভোটের সময় রাস্তায় থাকব। পঞ্চায়েত ভোটের সময়ও আমি রাস্তায় ছিলাম। শাসকদল পাল্টা বলে, রাজ্যপাল ভোটের সময় রাস্তায় থেকে কী করবেন। তাঁর তো রাজভবনে থাকার কথা। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular