Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগার্ডেনরিচ কাণ্ড, মেয়রকে কটাক্ষ পুরসভার বাম ইউনিয়নের
Gardenreach Building Collapsed

গার্ডেনরিচ কাণ্ড, মেয়রকে কটাক্ষ পুরসভার বাম ইউনিয়নের

ফিতে কেটে বাহবা কুড়োবেন আর দায় ইঞ্জিনিয়ারদের, প্রশ্ন সংগঠনের

Follow Us :

কলকাতা: ফিতে কেটে যিনি হাত তালি কুড়োবেন অথচ ব্যর্থতার দায় নেবেন না, এটা হতে পারে না। মেয়রকে এইভাবেই পাল্টা কটাক্ষ করল কলকাতা পুরসভার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ারস অন্ড অ্যালায়েড সার্ভিসেস।

শুক্রবার গার্ডেনরিচ ঘটনায় ইঞ্জিনিয়ারদের শোকোজ এবং পরবর্তীকালে তাঁদের বদলি করা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য পুর কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ারদের সিংহভাগ ইঞ্জিনিয়াররা। তাই পুরসভার ভিতরে ও বাইরে চাপ বাড়ছে মেয়র ফিরহাদ হাকিমের।

আরও পড়ুন: হাইকোর্টের বিজেপি-আইনজীবী সংগঠনের উপর ক্ষুদ্ধ প্রধান বিচারপতি শিবগননম

এদিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অন্ড এলাইড সার্ভিসেস পক্ষ থেকে কলকাতা পুরসভার ভিতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তাঁদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো নেই। অথচ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে মেয়র। এর আগেও একজন মহিলা ইঞ্জিনিয়ারের ঘাড়ে দোষ চাপিয়ে পুর কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। পরবর্তীকালে সেই মহিলা ইঞ্জিনিয়ারকে পুর কর্তৃপক্ষই ক্লিনচিট দিয়েছে বলে দাবি সংগঠনের সাধারণ সম্পাদক মানস সিনহার।

গার্ডেনরিচে পোসটিং ছিল একজন বৃদ্ধ ইঞ্জিনিয়ারের। যিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। সে সন্দেহেই ওই মহিলা ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল পুরসভা। তাঁর অভিযোগ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে অতিরিক্ত বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর মেয়র বৈঠকে ইঞ্জিনিয়ারদের চোর বলার চেষ্টা করছেন। ইঞ্জিনিয়ারদের সম্মানহানি করছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular