Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকর ফাঁকিতে অভিযুক্ত কংগ্রেসের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
Delhi High Court

কর ফাঁকিতে অভিযুক্ত কংগ্রেসের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

Follow Us :

কলকাতা: আয়কর বুনুর মূল্যায়নের বিরুদ্ধে কংগ্রেসের তিনটি আবেদন খারিজ বিচারপতি যশোবন্ত ভারমা এবং বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের ডিভিশন বেঞ্চে। ২০ মার্চ রায়দান স্থগিত রাখা হয়েছিল।

দেরিতে পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরুর অভিযোগের বিচার হয়নি। বেঞ্চ জানিয়েছে, ৩০ মার্চের মধ্যে মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে। অথচ আবেদনটি করা হয়েছে ২০ মার্চ। সেই কারণে এই প্রশ্নটির বিচার করা হল না বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন: ২০০ ঘণ্টা পার, বিজেপি চ্যালেঞ্জ গ্রহণ করল না, অভিযোগ অভিষেকের

২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের আয়কর পুনর্মূল্যায়ন করছে আয়কর দফতর। এত বছর পরে এমন পুনর্মূল্যায়ন করা যায় না বলে দাবি করে কংগ্রেস।

আয়কর দফতরের বক্তব্য ছিল, বিধির বাইরে গিয়ে কিছুই করা হচ্ছে না। বিশেষত কংগ্রেস যেখানে অন্তত ১০৫ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছে বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular