সিউড়ি: প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরি। কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারের চাকরি খেয়ে নেওয়ার হুমকি ট্যাক্সি ইউনিয়নের তৃণমূল নেতা ডালিম শেখের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে। এই ঘটনার রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেলমেট বিহীন অবস্থায় বাইক নিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা ডালিম শেখের এক ঘনিষ্ঠ। বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে ট্রাফিকের কর্তব্যরত অবস্থায় ছিলেন সিভিক পুলিশ কৃষ্ণগোপাল মণ্ডল। সেই সময় তাঁর মাথায় হেলমেট ছিল না। তাই তাঁকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: পারিবারিক অশান্তি, ২ শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ গৃহবধূর
এই খবর যায় তৃণমূলের ট্যাক্সি ইউনিয়নের নেতা ডালিম শেখের কাছে। ডালিম ঘটনাস্থলে এসে লাগাতার হুমকি দিতে থাকেন ওই সিভিক ভলেন্টিয়ারকে। হুমকির সুরে তৃণমূল নেতা বলেন, চাকরি খেয়ে নেব। সিভিক পুলিশের ইউনিফর্মের ব্যাচ ছিড়ে ফেলে দেব। এলাকায় ডিউটি করছিস আর আমাকে চিনিস না? স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সূত্র জানা যাচ্ছে, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে সিভিক পুলিশ আইনের দ্বারস্থ হচ্ছেন। তবে এ বিষয়ে ডালিম শেখের তরফের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও অন্যান্য খবর: