skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeখেলাVirat Kohli: বিরাট-ময় ক্রিকেট বিশ্ব, কোহলিয়ানা নিয়ে কে কী বললেন

Virat Kohli: বিরাট-ময় ক্রিকেট বিশ্ব, কোহলিয়ানা নিয়ে কে কী বললেন

Follow Us :

গতকাল, রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দেশকে জিতিয়েছেন বিরাট কোহলি। কোহলির ইনিংসের ২৪ ঘণ্টা পরেও ক্রিকেট বিশ্ব এখনও যেন হ্যাংওভারে। বাইশ গজের দুনিয়ার বিরাট বন্দনা চলছেই। ৯০ হাজার দর্শকের সামনে ৩১ রানে ৪ উইকেট থেকে ১৬০ রান তাড়া অসম্ভব করে সম্ভব করেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন-Bangladesh: তাসকিন তাসে বাজিমাত সাকিবদের, ডাচ বধ বাংলাদেশের

আসুন দেখে নেওয়া যাক ক্রিকেটমহল বিরাটের ইনিংস নিয়ে কী বলছে–

সচিন তেন্ডুলকর: নি:সন্দেহে এটি তোমার জীবনের সেরা ইনিংস বিরাট। সত্যি তোমার ব্যাটিং দেখতে দারুণ লাগল, বিশেষ করে ১৯তম ওভার হ্যারিস রউফকে যেভাবে ব্যাকফুটে ছক্কা হাঁকালে। চালিয়ে যাও…

ওয়াসিম আক্রম- আমার দেখা সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হলেন বিরাট কোহলি। এটা নিয়ে আমার কোনও দিন সন্দেহ ছিল না।

বীরেন্দ্র সেওয়াগ- পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে বিরাট কোহলির ইনিংস আমার দেখা সেরা টি-২০ ব্যাটিং

সুরেশ রায়না- কোহলি আবার করে দেখালো। নিজস্ব ভঙ্গিমা, আগ্রাসান এবং লড়াকু মেজাজে। খুব প্রয়োজনীয় এবং দুরন্ত ইনিংস।

সনত জয়সূর্য-সাম্প্রতিক কালে সেরা ম্যাচ। কোহলির মাস্টার ক্লাস। এই জন্য আমরা ক্রিকেটকে ভালবাসি। 

হর্ষ ভোগলে- রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংসটা হল ফেমে থেকে যাবে।

RELATED ARTICLES

Most Popular