Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যKolkata TV Exclusive: রাজ্যের আবেদনে সায়, স্কুল সংস্কারের জন্য প্রায় ২৫০ কোটি...

Kolkata TV Exclusive: রাজ্যের আবেদনে সায়, স্কুল সংস্কারের জন্য প্রায় ২৫০ কোটি বরাদ্দ কেন্দ্রের 

Follow Us :

কলকাতা: স্কুল শিক্ষায় (School Education) ফের কেন্দ্রের (Central Government) থেকে টাকা পেল রাজ্য (West Bengal)। প্রায় ২৫০ কোটি টাকার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। ১৯৪৫ সালের আগে রাজ্যের যে সমস্ত স্কুল তৈরি হয়েছে তার পরিকাঠামো বা সংস্কার সাধনের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক (Central Ministry of Education) এই টাকা দিল রাজ্যকে। সংস্কারের জন্য ব্যয় হতে চলা অর্থের মধ্যে কেন্দ্র দেবে ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ। সেই টাকা দেওয়ার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। 

প্রসঙ্গত, ১৯৪৫ সালের আগে নির্মিত হয়েছে, বাংলায় এমন স্কুলের সংখ্যা প্রচুর। তার মধ্যে অন্তত ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের প্রয়োজন। রাজ্যের তরফে তার বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রকে পাঠানো হয়েছিল। অবশেষে কেন্দ্র এই ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের জন্য ২৪২ কোটি টাকা বরাদ্দ করল। কেন্দ্রের তরফে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নবান্নকে (Nabanna)। 

 

RELATED ARTICLES

Most Popular