Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাRamiz Raja-Wasim Akram: প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা প্রসঙ্গে বিস্ফোরক ওয়াসিম আক্রম

Ramiz Raja-Wasim Akram: প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা প্রসঙ্গে বিস্ফোরক ওয়াসিম আক্রম

Follow Us :

লাহোর: রামিজ রাজা (Ramiz Raja) প্রসঙ্গে বিস্ফোরক ওয়াসিম আক্রম (Wasim Akram)। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja)। তাঁর জায়গায় এসেছেন নাজম শেঠি (Najam Sethi) । পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে রামিজের সরে যাওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি বলেন, ‘আমি এব্যাপারে বেশি আলোচনা করতে চাই না। উনি ৬ দিনের জন্য এসেছিলেন, আবার ফিরেও গিয়েছেন।’

নব্যনিযুক্ত পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi) প্রসঙ্গে আক্রম বলেন, ‘নাজম শেঠির অভিজ্ঞতা অনেক। এটা কোথাও লেখা নেই যে একজন ক্রিকেটারকেই বোর্ডের প্রধান হতে হবে। বোর্ডের প্রধান হতে গেলে প্রয়োজন প্রশাসনিক দক্ষতা, অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষমতা ইত্যাদি। এই সবকটি গুনই রয়েছে নাজম শেঠির মধ্যে।আমার চোখে উনি এই পদের জন্য সেরা। অনেকের মতের মিল নাই হতে পারে আমার মতের সঙ্গে।’ 

আরও পড়ুন: Ind vs Aus: ভারতকে হারানো পাখির চোখ, ১৮ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

রামিজ রাজা (Ramiz Raja) সরে যাওয়ার পর ১৪ জনের একটি কমিটি গঠন করা হয় যার নেতৃত্বে রয়েছেন নাজম শেঠি।পিসিবি প্রধান হয়েই মিকি আর্থারকে পাকিস্তান দলের কোচ হিসেবে ফিরিয়ে আনছেন।হারুন রশিদকে জাতীয় নির্বাচক কমিটির প্রধানের পদে নিয়ে আসা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular