Monday, August 25, 2025
HomeScrollবিকিনিতে উর্বশী, নেট কাঁপাল ছবি

বিকিনিতে উর্বশী, নেট কাঁপাল ছবি

কলকাতা: চুঁইয়ে পড়ছে যৌবন। কখনও বিকিনি, কখনও মোনোকিনি… উর্বশী রাউতেলার (Urvashi Rautela) ছবি আগুন জ্বালাচ্ছে নেট দুনিয়ায়। ২৫ ফেব্রুয়ারি উর্বশী তার ৩১তম জন্মদিন সেলিব্রেট করলেন। অভিনেত্রীর জন্মদিনে ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে বোল্ড কিলার ছবি।

দুবাইতে রয়েছেন তিনি। অভিনেত্রী ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। তবে অভিনেত্রীর জন্মদিনের পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। উর্বশী এক পোস্টে জানিয়েছেন তিনি যে পোশাকটি পরেছেন তা আসল হীরে দিয়ে কাস্টমাইজ করা হয়েছে। তিনি নিজের পছন্দ অনুযায়ী তা কাস্টমাইজ করেছেন। এই পোশাকের দাম ১ লক্ষ ৩৬ হাজার টাকা হলেও, হীরে দিয়ে কাস্টমাইজ করার পর তার আসল দাম কত হবে, তা নিয়ে অনেকেই আগ্রহী।

আরও পড়ুন: রাইমার আগুন ঝরানো ফোটো

 

View this post on Instagram

 

A post shared by URVASHI RAUTELA (@urvashirautela)

 জন্মদিনে ‘হট ফটো’ শুটে নেট কাঁপাল উর্বশী। ছবিতে অভিনেত্রীর যৌবন চুঁইয়ে পড়ছে। স্কাই ব্লু বিকিনিতে অভিনেত্রীর চাবুক ফিগার নেট দুনিয়ায় কয়েকগুন পারদ চড়িয়েছে। নীল জলের সামনে অভিনেত্রীকে জলপরী লাগছে। চুলে একটি গোলাপী ফুল নিয়ে পুলের ধারে দাঁড়িয়ে আছেন—একেবারে নিখুঁত!

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

অন্য খবর দেখুন

Read More

Latest News