Sunday, August 31, 2025
Homeবিনোদনমেঘনার নতুন ছবিতে প্রথমবার করিনা,জুটি বাঁধবেন পৃথ্বীরাজের সঙ্গে

মেঘনার নতুন ছবিতে প্রথমবার করিনা,জুটি বাঁধবেন পৃথ্বীরাজের সঙ্গে

ওয়েব ডেস্ক: পরিচালক মেঘনা গুলজার(Meghna Gulzar) এর আগামী ছবি ‘দায়রা'(Daayra)তে কারিনা কাপুরের(Kareena Kapoor)সঙ্গে জুটি বাঁধবে মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন( Prithviraj Sukumaran)। ‘দ্য গোট লাইফ'(The Goat Life) অভিনেতাকে আবার বড় পর্দায় দেখা যাবে।
অন্যদিকে ‘স্যাম বাহাদুর’-এর পর বড় পর্দায় নতুন ছবি আনতে চলেছেন মেঘনা গুলজার। জানা গেছে ‘দায়রা’ একটি ক্রাইম-ড্রামা থ্রিলার(Crime Drama Thriller)।

আরও পড়ুন:নেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে শরীর, গোলাপ দিয়ে ঢাকা বুক-নিতম্ব সাহসী তনিশার!

সামাজিক অপরাধ ও ন্যায়- বিচারের টানাপোড়েন থাকবে এই ছবির চিত্রনাট্যে। জানা যাচ্ছে একটি সত্য এবং বিরক্তিকর ঘটনার উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি। অন্যদিকে করিনা বলিউডে ২৫ বছর পার করে দিয়েছেন।মেঘনার সঙ্গে নতুন ছবিতে কাজ করার ক্ষেত্রে তিনিও যথেষ্ট রোমাঞ্চিত। ২৫ বছর পার করার পর মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ আমার কাছে এক স্বপ্ন পূরণ বলা যেতে পারে। এভাবেই নিজের কথা জানিয়েছেন করিনা। করিনা আরো বলেছেন পৃথ্বীরাজের মত গুণী শিল্পীর সঙ্গে কাজ করাটাও একটা অন্য অভিজ্ঞতা হতে চলেছে।
প্রসঙ্গত পৃথ্বীরাজকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে দেখা যাবে। ছবিতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই চরিত্রটিতে অভিনয় করার জন্য আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হয়েছিল। সময়ের অভাবে তারা কাজটি করতে পারেননি। পৃথ্বীরাজ ছবির চিত্রনাট্য শুনে যথেষ্ট উত্তেজিত।

Read More

Latest News