Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollমহালয়ার সকালে ভূমিকম্প বাংলাদেশ, মেঘালয় ও গুজরাটে
Bangladesh Earthquake

মহালয়ার সকালে ভূমিকম্প বাংলাদেশ, মেঘালয় ও গুজরাটে

বাংলাদেশে আতঙ্ক, আফটার শকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে মেঘালয় সরকার

ওয়েবডেস্ক- মহালয়ার (Mahalaya) দিন ভূমিকম্প (Earth Quake) বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রাম ও ঢাকা। সেইসঙ্গে কাঁপল মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সকাল ১১ টা ৪৯ নাগাদ এই কম্পন অনুভূত হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

সরকারি সূত্রে খবর, মেঘালয়-বাংলাদেশ বর্ডারে এই কম্পন অনুভূত হয়। ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন-  তামিলনাড়ুতে তৈরি হচ্ছে উন্নতমানের জাহাজ নির্মাণ কেন্দ্র

উত্তর-পূর্ব ভারতের এই অঞ্চল, যার মধ্যে মেঘালয় ও তার আশপাশের এলাকা রয়েছে, ভূমিকম্পপ্রবণ। ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প এখানে কম-বেশি লেগেই থাকে। মেঘালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আফটার শকের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার মায়ানমারে ৩.৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)-র তথ্য অনুযায়ী, এই কম্পন ঘটেছিল দুপুর ১টা ০৫-এ, গভীরতা ৮০ কিলোমিটার। মায়ানমারে সেপ্টেম্বরের ১৪-এ আরও একটি ৪.৬ মাত্রার হয়েছিল। আজ কম্পন অনুভূত হয়েছে গুজরাটে। ৩.১ মাত্রার ভূমিকম্প কচ্ছ জেলায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ (আইএসআর)। দুপুর ১২:৪১ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল ভাচাউ থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্ব।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News