Friday, October 31, 2025
HomeScrollআরজি কর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়ের বোনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের
Kolkata

আরজি কর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়ের বোনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

মামলা দায়ের করেছেন মৃতার ঠাকুমা

দক্ষিণ কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নির অকালমৃত্যুর ঘটনায় নয়া মোড়। আলিপুর থানায় মৃত কিশোরীর ঠাকুমা প্রতিমা সিং, তাঁর ছেলে ভোলা সিং ও পুত্রবধূ পূজা সিংয়ের বিরুদ্ধে নাতনিকে খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকে লঘুভাবে নেওয়া হচ্ছে না এবং ঘটনাটির তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে চলছে।

পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, কয়েকদিন আগে আলিপুরের ডি এল খান রোডের একটি বাড়ির আলমারির রড থেকে ওই বছর এগারোর কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, মৃত কিশোরীই ছিলেন সঞ্জয় রায়ের ভাগ্নি। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং দেহ উদ্ধার হওয়ার সময় স্থানীয়রা কিংঙ্গতো পরিস্থিতি সৃষ্টি করে।

আরও পড়ুন: বিদেশযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে ঝাড়খন্ডের স্বাস্থ্য মন্ত্রী, আবেদন খারিজ

অভিযোগে বলা হয়েছে, নাবালিকা বারবার ঠাকুমার কাছে এসে বাবা ও সৎমা পূজার বিরুদ্ধে মারধরের নালিশ করত। ঠাকুমা ও প্রতিবেশীদের বক্তব্য, পূজা সিং প্রায়ই নিজের সৎমেয়েকে মারধর করতেন এবং এমনই শারীরিক অত্যাচারের কারণেই কিশোরীর মৃত্যু হয়ে থাকতে পারে। এমন অভিযোগের ভিত্তিতে মৃতা উদ্ধারের পরে এলাকাবাসী সৎ মা ও বাবাকে গণধোলাইও দেয়।

পুলিশের এক কর্তা বলেন, অভিযোগটি গুরুতর হওয়ায় তদন্তকে তাত্ত্বিক ও প্রযুক্তিগতভাবে গুরুত্ব দিয়ে এগোয়ানো হচ্ছে। এখনও কোনও ব্যক্তি গ্রেফতার বা অভিযুক্ত হিসেবে আদালতে প্রমাণিত হয়নি। তদন্তের পরই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ঘটনার পিছনে পরিবারের জটিল পারিবারিক সম্পর্কও আলোচনায় এসেছে। সূত্রে জানা যায় সঞ্জয়ের এক দিদি ববিতা ও ভোলা সিংয়ের সন্তানই ছিলেন নিহত কিশোরী। ববিতার মৃত্যু ও পরিবারের বাকিদের পারিবারিক জটিলতা নিয়ে এলাকায় নানা গরমেন্দ্রতা ছিল। তবে আপাতত ঘটনার কারণ নিরূপণে পুলিশই একমাত্র নির্ভরযোগ্য সূত্র বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলমান। আদালত, ফরেনসিক ও সংশ্লিষ্ট তল্লাশির ফলাফলের ওপর নির্ভর করে ভবিষ্যতে অভিযোগ পরিবর্তন বা আরও মামলা দায়ের হতে পারে। সংবাদ আপডেট হলে রিপোর্টে যথাযথভাবে প্রচার করা হবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News