ওয়েব ডেস্ক : গত সোমবার সন্ধ্যায় কেঁপে উঠেছিল গোটা রাজধানী (Delhi)। লালকেল্লার (Red Fort) কাছে গাড়িতে ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে সরকারি সূত্র বলছে, এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত অনেকে। তবে এই ঘটনার কয়েকঘন্টা আগেই, বিকেল ৪ টের সময় এক রেডিট ব্যবহারকারীর পোস্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এল।
ভাইরাল ওই পোস্টের (Viral Post) নিজেকে দ্বাদশ শ্রেনীর ছাত্র হিসেবে দাবি করে নিরাপত্তার ছবি বর্ণনা করেছেন। পোস্টে লেখা ছিল, “স্কুল থেকে ফিরছিলাম, আর দেখলাম মেট্রোতে, রাস্তায়, লালকেল্লার সামনে – যেদিকেই তাকাই পুলিশ আর সেনা। এমন আগে কখনও দেখিনি। মিডিয়াও ছিল প্রচুর। কিছু হচ্ছে নাকি আজ?”
আৎও খবর : দিল্লির বিস্ফোরণ জঙ্গি হামলাই, স্পষ্ট জানাল কেন্দ্র সরকার
ফলে প্রশ্ন উঠছে তাহলে কি আগেভাগেই নিরাপত্তার তৎপরতা ছিল পুরোনো দিল্লি (Delhi) এলাকায়??? প্রশ্ন উঠছে, পোস্টে দাবি করা ওই ছাত্রের পর্যবেক্ষণ কি কাকতালীয় ছিল, না কি পুলিশ আগেই কোনও নির্দিষ্ট ইনপুট পেয়ে তৎপর হয়েছিল? ইতিমধ্যে এ নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
অন্যদিকে, দিল্লিতে (Delhi Incident) গাড়ি বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা, জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের চরফে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। বুধবার ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর যোগ্য জবাব দেবে ভারত। সেই সঙ্গে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থানে ভারত অনড় থাকবে। তাহলে কি আবার অপারেশন সিঁদুর শুরু করতে চলেছে ভারত? এখন সেই প্রশ্নই উঠছে!
দেখুন অন্য খবর :







