Friday, December 5, 2025
HomeScrollবিশেষ যোগে শুভ দিন বৃষ–মিথুন–সিংহ রাশির, জানুন রাশিফল
Horoscope Today

বিশেষ যোগে শুভ দিন বৃষ–মিথুন–সিংহ রাশির, জানুন রাশিফল

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: আজ শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫। গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থানের ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের জন্য তৈরি হয়েছে শুভ যোগ (Horoscope Today)। জ্যোতিষ মতে, আজ বৃহস্পতি ও চন্দ্রের সংযোগে সুনফা যোগ তৈরি হয়েছে। পাশাপাশি চন্দ্র–মঙ্গলের প্রভাবে গঠিত হয়েছে ধনযোগ। ফলে, কিছু রাশির জন্য দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে (Rashifal)।

মেষ: দীর্ঘদিনের ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। সামগ্রিকভাবে শুভ দিন।

বৃষ: আয়ের বৃদ্ধি হবে। বিভিন্ন উৎস থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক মর্যাদা বাড়বে।

মিথুন: ভাগ্যের জোর আজ প্রবল। চাকরিতে উন্নতির সম্ভাবনা, বেকারদের নতুন সুযোগ মিলতে পারে। সম্পদ বৃদ্ধি।

আরও পড়ুন: আজ ২০২৫ এর শেষ পূর্ণিমা, ভাগ্য সাথ দেবে এই পাঁচ রাশির

কর্কট: নিজের ভিতরেই ব্যস্ততা বাড়বে। পরিবারে সামান্য মনোমালিন্য হতে পারে।

সিংহ: খুবই উপকারী দিন। কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা প্রবল।

কন্যা: পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। নতুন কাজ বা সুযোগ আসতে পারে।

তুলা: ব্যবসা ও অর্থ ব্যবহারে সতর্কতা প্রয়োজন। গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

বৃশ্চিক: স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। পুরনো কোনো সমস্যা বা বিষয় আবার সামনে আসতে পারে।

ধনু: পরিস্থিতি সামলানোর ক্ষমতা বাড়বে। তবে স্বাস্থ্যের অবহেলা করবেন না।

মকর: বন্ধুত্ব বা নতুন সম্পর্ক বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হোন।

কুম্ভ: দিনটি মিশ্র। ব্যক্তিগত ও কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি।

মীন: নতুন বাড়ি ক্রয়ের যোগ আছে। কর্মজীবনে সম্মান ও উচ্চ পদমর্যাদার সুযোগ তৈরি হতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News