নয়াদিল্লি: এসিই চপার পাইলট বীরেন্দ্র সিং পাঠানিয়া (Virender Singh Pathania) ভারতীয় উপকূল বাহিনীর (Coast Guard) ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পেলেন৷ উপকূল সীমানা বরাবর দেশের ৭০০০ কিমি এলাকার নিরাপত্তার দায়িত্ব তাঁর৷ গতকাল শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এই খবর জানানো হয়৷ বীরেন্দ্র সিং পাঠানীয় বর্তমানে উপকূল বাহিনীর অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের দায়িত্বে আছেন৷ তিনি গত তিন বছর ধরে একাধিক বিভাগীয় দায়িত্ব সামলেছেন৷
তিনি নতুন দিল্লিতে ভারতীয় উপকূল বাহিনীর সদর দফতরের নীতি ও পরিকল্পনার অতিরিক্ত ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। তিনি উপকূল ছাড়াও একাধিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন৷ যার মধ্যে প্রধান হল কমান্ডার কোস্ট গার্ড অঞ্চল (উত্তর পশ্চিম) এবং কমান্ডার কোস্ট গার্ড অঞ্চল (পশ্চিম)।
ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং নতুন দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন বীরেন্দ্র সিং পাঠানিয়া৷ তিনি একজন যোগ্য হেলিকপ্টার পাইলটও৷ এছাড়াও, তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা এবং কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাঠানিয়া ইউএস কোস্ট গার্ড থেকে অনুসন্ধান, উদ্ধার এবং বন্দর অপারেশনেও বিশেষ কৃতিতিব অর্জন করেছেন৷ কৃতিত্বের জন্য এই অফিসার রাষ্ট্রপতির তত্ররক্ষক পদক, বীরত্ব পরিষেবার জন্য তত্ররক্ষক পদক, এবং ভারতীয় উপকূল বাহিনীর ডিরেক্টরের প্রশংসাও পেয়েছেন।