ভাটপাড়া: নৈহাটিতে চলছে উপনির্বাচন (Naihati By-Elections), তার মধ্যেই ভাটপাড়ায় (Bhatpara) চলল গুলি (Bhatpara Firing)। তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জগদ্দল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পালঘাট রোডে ঘটনা ঘটে। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাইকে এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। এলাকায় এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের। জানা যাচ্ছে, চায়ের দোকানে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতা অশোক সাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ভাটপাড়ার ঘটনার নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
আরও পড়ুন: ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪
স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন অশোক সাউ। জানা যাচ্ছে, এদিন সকালে টোটোয় তিনি যাচ্ছিলেন। সে সময় পালঘাট রোড এলাকায় বাইক থেকেই এক জন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে স্থানীয়রা এলে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কারা গুলি করল, তা নিয়েই ধন্দে আহতের পরিবার। পুরনো কোনও শুত্রুতা না রাজনৈতিক কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার প্রভাব যেন না পড়ে ভোটে তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ কমিশন। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালাজোরিয়া তিনি বলেন এলাকায় বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ছবি আমরা বাজেয়াপ্ত করেছি। এবং দেখছি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সংসদ পার্থ ভৌমিক বলেন, অর্জুন সিং যে গুন্ডাদের চাষ ব্যারাকপুরে করে গেছেন তা ঠিক করতে কিছু সময় লাগবে পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি অতি শীঘ্রই দোষীরা গ্রেফতার হবে। অপরদিকে গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন দুষ্কৃতীরা পুলিশের হাতের বাইরে রয়েছে তাই এমন ধরনের ঘটনা ঘটছে।
দেখুন ভিডিও