skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsমঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক, সিআইডির জালে মোট ৭

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক, সিআইডির জালে মোট ৭

Follow Us :

পূর্ব বর্ধমান : মঙ্গলকোটে তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাস খুনের ঘটনায় সিআইডি আরও একজনকে গ্রেফতার করল। ধৃতের নাম নজরুল শেখ। মঙ্গলবার তাকে তোলা হয়েছে কাটোয়া মহকুমা আদালতে। নজরুল শেখের বাড়ি মঙ্গলকোটের চাকদা গ্রামে বাড়ি। এই নিয়ে গ্রেফতার করা হল মোট ছয় জনকে।

গত জুলাই মাসের ১২ তারিখে তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাসের মৃত্যু হয়। অভিযোগ, কাশেম নগর বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে একাই সিউর গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। রাস্তায় কেউ তাকে দাদা বলে ডেকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর তদন্তে নামে জেলা পুলিশ। তদন্তে নেমে ১৪ জুলাই সাবু শেখ ,সাহুল শেখ নামে দুজনকে গ্রেফতার করে।

এরপর তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। সিআইডি ৫ অগাস্ট গুসকরার কুন্দলপুর থেকে রফিকুল সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর তদন্ত করতে করতে সিআইডি পৌঁছোয় দিল্লিতে। সেখান থেকে ১২ অগাস্ট গ্রেফতার করা হয় রাজু শেখকে। সিআইডির ধারণা ছিল অভিজুক্ত রাজু এই ঘটনার মাস্টার মাইন্ড।

আরও পড়ুন – ফের ধাক্কা পঞ্জাব কংগ্রেসে, সভাপতি পদে ইস্তফা নভজ্যোত সিং সিধুর

রাজুকে গ্রেফতারের একদিন পর ১৩ অগাস্ট খোকন শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বোলপুরের একটি গ্রাম থেকে। এরপর ২১ অগস্ট রাতে বর্ধমানের নবাব হাট থেকে সিআইডি গ্রেফতার করে রিপন শেখকে। রাজু শেখকে জিজ্ঞাসাবাদ করে রিপন শেখের সন্ধান পায় সিআইডি। অনুমান, প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ ছিল রিপনের।

সিআইডির জালে অভিযুক্ত নজরুল শেখ

আরও পড়ুন – অতিমারির মাঝেও সামাজিক অনুষ্ঠানের জমায়েতে ছাড়পত্র দিল যোগী সরকার

এরপর সোমবার জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলকোটের চাকদা গ্রামের নজরুল শেখকে বর্ধমানে ডেকে পাঠায় সিআইডি । জিজ্ঞাসাবাদের সময় তার অসংলগ্ন কথাবার্তা সন্দেহ হয় সিআইডি কর্তাদের। এর পরই তাকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার নজরুল শেখকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের নিজেদের হেফাজতে নিতে চায় সিআইডি। এখনও পর্যন্ত অসীম দাস খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ আর পাঁচজনকে গ্রেপ্তার করল সিআইডি মোট গ্রেফতারের সংখ্যা ৭।

RELATED ARTICLES

Most Popular