skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeCurrent NewsRishab Pant : ব্যাটিং-কিপিংয়ে মজে আছেন নেতা রোহিত

Rishab Pant : ব্যাটিং-কিপিংয়ে মজে আছেন নেতা রোহিত

Follow Us :

মুম্বই ইন্ডিয়ান্সের নেতা কি বেজায় চিন্তায় দিল্লি নেতাকে নিয়ে? আরও স্পষ্ট করে বলি, রোহিত শর্মা কি ঋষভ পন্থকে চিন্তায়? আইপিএল -১৫ শুরু হচ্ছে আর নয়দিন পর। তার আগে নিজের মুখে পন্থকে নিয়ে ভুয়সী প্রশংসা করলেন শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ‘সেরা’ ক্রিকেটার সম্মান পাওয়া পন্থকে নিয়ে। নেতা রোহিত বলেছেন, ৪০ মিনিটে ম্যাচের রং বদলে দেন একা পন্থই। আর টি টোয়েন্টি ক্রিকেটে দেড় ঘন্টার ব্যাটিং পর্বে, পন্থ ক্রিজে রয়ে গেলে – বিপক্ষের সব আক্রমণ ভোঁতা হয়ে যেতে বাধ্য।

ঋষভ পান্তের খেলার একটা নিজস্ব স্টাইল আছে। সেটা সব ফরম্যাটের ক্রিকেটের ক্ষেত্রেই আবার একই রকম। লাল বল, পিঙ্ক বল কিংবা সাদা বল , পন্থ সবসময়ই ব্যাট হাতে বেজায় আক্রমনাত্মক। দিল্লীর এই তরুণ ক্রিকেটারের আক্রমনাত্মক ব্যাটিংয়ের কথা বলতে গিয়ে ভারতের নয়া অধিনায়ক রোহিত শর্মা বলেছেন , মাত্র ৪০ মিনিটেই খেলার মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন পন্থ।

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঋষভ পন্থ করেছেন ১৮৫ রান। রানের মোট অঙ্ক নয় , চমক আছে তাঁর স্ট্রাইক রেটে। এই মারকুটে ব্যাটসম্যানের চালিয়ে খেলা মেজাজ ১২০. ১২ স্ট্রাইক রেট ! সাদা পোশাকের ক্রিকেটে এমন স্ট্রাইক রেট বিশ্ব ক্রিকেটে খুব একটা দেখা যায় না। আর এই ব্যাপারটা নিয়েই বলেছেন রোহিত। মুম্বই নেতার মনের কোন আইপিএল লড়াইয়ের আগে যা তাঁর চিন্তাও বাড়াবে।

https://twitter.com/FansRishabhPant/status/1504105827518451721?t=ohhObvPiG9Qvz7Kc7tNdIA&s=19

ভারতের হয়ে তিন ফরম্যাটে এখন পর্যন্ত মোট ৯৭টি ম্যাচ খেলেছেন পন্থ। এরমধ্যে টেস্টে ব্যাট করছেন ৭০. ৪৫ স্ট্রাইক রেটে । ওয়ানডেতে তাঁর স্ট্রাইক রেট ১০৯.৩২। টি-টোয়েন্টিতে ১২৫.৭৮ স্ট্রাইক রেট বলে দিচ্ছে বোলারদের তুলোধুনো করতে তিনি বেজায় পছন্দ করেন।

ভারতের অধিনায়ক বলেছেন, ‘ পন্থের ব্যাটিং মানে এক্কেবারে ওর নিজের মেজাজে ব্যাটিং। আমরা জানি ব্যাট হাতে সে কি করতে পারে। দল হিসাবে আমরা তাকে এভাবে খেলার স্বাধীনতা দিয়ে রেখেছি। শুধু ব্যাট হাতেই নয়, খেলার চূড়ান্ত মুহূর্তে কিপার হিসাবেও সে দলের জন্য বিশেষ ভূমিকা নেয়।’

পন্থের ব্যাটিং ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই রোহিতের মনে । পন্থ একাই ব্যাট হাতেই ম্যাচ শেষ করে আসার ক্ষমতা রাখে বলেও জানিয়ে দিয়েছেন ‘হিট ম্যান’। ‘এমন অনেক সময় আপনি নিজেই আপনার কপাল চাপড়ে বলে বসবেন- কেন সে ওই শটটি খেলেছে। আর আউট হয়ে ফিরছে! কিন্তু পরের ম্যাচেই তার ব্যাটিংয়ের জন্য আপনাকে নজর রাখতেই হবে ম্যাচ। কেননা, সে এমন একজন ব্যাটসম্যান যে কিনা ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’

বিরাট ভরসা পন্থে।

পান্তের কিপিংটা শ্রীলঙ্কা টেস্ট সিরিজে দলের জন্য বোনাস ছিল জানিয়ে রোহিত। বলেছেন , ‘এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার কিপিং। তার সেরা কিপিং দেখেছি। গত বছর ইংল্যান্ড যখন খেলতে এসেছিল তখনও সে সফল ছিল। প্রতিনিয়ত উইকেট কিপিংয়ে উন্নতি করছে বলে মনে হচ্ছে।’

‘ডিআরএস কলের সময়ও পন্থ আমাকে বেশ সাহায্য করে। আমরা সবাই জানি এটা লটারির মতো। স্বীকার করতে বাধা নেই, এই ব্যাপারে আমি পরিষ্কারভাবে অনেক সময় বুঝতে পারি না। তখন উইকেটকিপার হয়ে পন্থ আমাকে সাহায্য করে।’

ছবি:সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Dilip Ghosh | দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Mahua Moitra | ফের FIR-এর দাবি মহুয়ার বিরুদ্ধে, কী হতে চলেছে দেখুন
00:00
Video thumbnail
Rahul Gandhi | গুজরাত থেকে রাহুলের হুঙ্কার, বিজেপিকে কী বলল শুনুন
00:00
Video thumbnail
Rahul Gandhi | 'খেলা' শুরু গুজরাত থেকেই নতুন কংগ্রেসের শুরু বিরাট ঘোষণা রাহুল গান্ধীর
00:00
Video thumbnail
Rahul Gandhi | মণিপুর যাবেন রাহুল গান্ধী, যাবেন শরণার্থী শিবিরেও, চাপ বাড়বে বিজেপির?
00:00
Video thumbnail
আজকে | Aajke | বিধায়করা শেষ পর্যন্ত বিধায়ক হলেন
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | সহমতটা মুখোশ, আসলে মোদি সরকারের মুখ এক ইঞ্চিও পাল্টায়নি
00:00
Video thumbnail
Dilip Ghosh | দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! দেখুন চাঞ্চল্যকর ভিডিও
02:30:35
Video thumbnail
Mahua Moitra | ফের FIR-এর দাবি মহুয়ার বিরুদ্ধে, কী হতে চলেছে দেখুন
05:19:45
Video thumbnail
TMC | তোলা না পেয়ে তৃণমূল নেতার 'দাদাগিরি', বৃদ্ধাকে মারধর, অশালীন আচরণের অভিযোগ
02:24