skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent News'ত্রিপুরার মাটিতে গিয়ে খেলব আমিও' হুঁশিয়ারি অনুব্রতর

‘ত্রিপুরার মাটিতে গিয়ে খেলব আমিও’ হুঁশিয়ারি অনুব্রতর

Follow Us :

মঙ্গলকোট: রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে একটি মেলায় আসেন অনুব্রত মণ্ডল। তবে, তার আগে এই গ্রামের পীঠস্থান যোগাদ্যা মায়ের আটচালার উদ্বোধন করেন।  উদ্বোধন করার পর এদিনে মঞ্চে আসেন তিনি।  সেখান থেকেই বিরোধী দল বিজেপির  উদ্দেশে হুঁশিয়ারি দেন ‘খেলা হবে’ বলে।  আর এই মঞ্চেই  অনুব্রত মণ্ডলের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নিলেন  প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

এই মঞ্চে তিনিও বলেন, ২০২৩ এ বিধানসভা ভোটে ত্রিপুরায় খেলা হবে।  ত্রিপুরার মাটিতে গিয়ে খেলব। আমি গোল দিতে ভালোবাসি।  ওখানে গিয়ে গোল দেব।  আর ২০২৪ এর খেলা হবে দিল্লিতে। ‘

হামলা, ভাঙচুর, মারপিট এসব নিয়ে বেশ কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল ত্রিপুরায়।  ফলে বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরনামে রয়েছে ত্রিপুরা। অন্যদিকে ২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনেই ত্রিপুরাকে কার্যত পাখির চোখ করেছে বাংলার শাসকদল।

আরও পড়ুন- উন্নয়নের ছবি চুরি, উত্তরপ্রদেশের উন্নয়ন প্রচারে বাংলার মা-মমতাই ভরসা যোগীর

রবিবার মঙ্গলকোটে অনুব্রত মণ্ডলের সভায়

বিভিন্ন আলোচনাতে বার বার উঠে আসছে ত্রিপুরার প্রসঙ্গ। রাজ্য থেকেও বার বার শীর্ষ নেতৃত্বরা ছুটে যাচ্ছেন সেখানে। সেই ত্রিপুরা দখল নিয়েই শীর্ষ নেতৃত্বদের পাশাপাশি হুঁশিয়ারি দিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন- রেকর্ড মার্জিনে জিতবেন মমতা, প্রচারে বেরিয়ে বললেন ভবানীপুরের অন্যতম সেনাপতি ববি

তবে, আবহাওয়া খারাপ থাকার কারণে খুব বেশিক্ষণ অপেক্ষা করেননি তিনি।  অল্প সময়ের মধ্যেই কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েই তিনি মঞ্চ ছাড়লেন। আর এই মঞ্চেই ওই এলাকার প্রায় সাড়ে তিন হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন।  বিজেপির মন্ডল সভাপতি, বুথ সভাপতি এবং কর্মী মিলিয়ে  ২৪০০ জন এদিন যোগদান করেছেন । বাকি ১১০০ জন যোগ দিয়েছেন অন্যান্য দল থেকে।

RELATED ARTICLES

Most Popular