ওয়েব ডেস্ক: জানা যাচ্ছে ইমরান হাশমি(Emraan Hashmi)অভিনীত ‘আওয়ারাপান ২'(Awarapan2) আগামী বছর ৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে। গতকাল অভিনেতার ৪৬ তম জন্মদিনে(Birthday) ছবিটির ডিজাইন সম্বলিত একটি পোষ্টের মাধ্যমে এই খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। মোহিত সুরি পরিচালিত এই ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে ইমরান হাসমির সঙ্গে শ্রিয়া শরণ(Shriya Saran) কাজ করেছিলেন।
প্রসঙ্গত, ‘আওয়ারাপন ২’ (Awarapan)এর প্রথম ঝলকে ‘আওয়ারাপন'(Awarapan) এর বিখ্যাত হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর ঝলক দেখা গেছে। শুরুতেই ইমরানকে দেখা যায় একটি নৌকার ওপর দাঁড়িয়ে শহরের স্কাই লাইনের সামনে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন। তারই পাশাপাশি তিনি একটি ছোট্ট পাখিকে খাঁচা থেকে মুক্ত। নেপথ্য থেকে তারই গলায় শোনা যাচ্ছে সংলাপ,’কারো জীবনের জন্য জীবন উৎসর্গ করতে পারাই আমার নিয়তি’।
আরও পড়ুন:ফের বিদ্যা-সুজয় জুটি বাঁধছেন! এবার কি ‘কাহানি ৩’!
ক্যাপশনে ইমরান লিখেছিলেন, ‘বস মুঝে কুছ আর দের জিন্দা রাখো… #আওয়ারাপন ২ সিনেমায়, ৩রা এপ্রিল ২০২৬। #আওয়ারাপন ২’ । টিজারের একেবারে শেষে পর্দায় ভেসে ওঠে ‘আওয়ারাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ'(‘Awarapan 2: The Journey Continues’)
। সঙ্গে ছিল সে জনপ্রিয় গান ‘তেরা মেরা রিস্তা’। এর আগে অনেকে সন্দেহ প্রকাশ করে করে বলছেন ছবির সিক্যূয়েল নয়; হয়তো পুনরমুক্তি।
ইমরান হাশমি মানেই দর্শকরা মনে করেন অন্যরকম কিছু পাবেন। তার ছবির গান সব সময় নজর কাড়ে। তার ছবির গান সুপার হিট হয়। একটা সময় ইমরান পরপর রোমান্টিক অ্যাকশন ছবি করেছেন। অনেকদিন পর যেন পুরনো আগ্নেয়গিরিতে লাভা দেখা গেছে। ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি যারা নতুন করে জেগে উঠেছেন। তিনি যেন ফিরে আসছেন আবার চেনার ছন্দে। ‘আওয়ারাপন’ ছবির দ্বিতীয় ভাগ আসছে আসছে বছর। ১৮ বছর পর এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন কিন্তু কেন!