মেয়ে সুহানা খানকে নিয়ে সার্বিয়া বেড়াতে গেছেন গৌরী খান। সদ্যই ইনস্টাগ্রামের নিজেদের বেড়ানোর টুকরো ছবি শেয়ার করেছেন গৌরী। অবশ্য সার্বিয়া ভ্রমণকে শুধুই বেড়ানো বলতে নারাজ শাহরুখ-পত্মী। পেশাগতভাবে ডিজাইনারের দায়িত্ব সামলান গৌরী। দেশ- বিদেশে ঘুরতে যাওয়া তাঁর সৃষ্টিশীলতাকে পরিপুষ্ট করে বলেই মনে করেন গৌরী।
সার্বিয়ার সেন্ট সাভা চার্চকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলেছেন গৌরী আর সুহানা। নতুন নতুন ডেস্টিনেশন ডিজাইনারদের কাজকে অনুপ্রেরণা জোগায়, ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তাঁর ক্যাপশনে এমনই লিখেছেন গৌরী। ছবিতে শর্টস্ আর সবুজ জ্যাকেটে দেখা মিলেছে গৌরীর। সুহানার পরণে ছিল ক্রপ টপ আর স্কার্ট। ছবি শেয়ার করতেই নেটিজেনের নজর এড়ায়নি মা- মেয়ের যুগলবন্দি। কমেন্ট বক্সে প্রশংসা আর অসংখ্য ভালবাসায় গৌরী- সুহানাকে ভরিয়ে দিয়েছেন তাঁরা।
তবে এবারই প্রথম নয়। নিউইয়র্ক ইউনির্ভাসিটিতে পড়াশোনা শেষ করার পর গৌরীর বেড়াতে যাওয়ার অন্যতম সঙ্গী সুহানাই। মা- মেয়েতে মিলে প্রায়ই এখানসেখান বেরিয়ে পড়েন। সোশ্যাল সাইটে সে সব ছবি শেয়ারও করেন তাঁরা।
লকডাউনের গোটা সময়টাই বাড়িতে কাটিয়েছেন গৌরী, সুহানারা। পরিবারের সঙ্গে সময় কাটানোটা এক রকম আশীর্বাদ হয়ে উঠেছিল। বাড়ির সকলের সঙ্গে থাকতে পারার পাশাপাশি ডিজাইনারের কাজও অনেকটাই এগোতে পেরেছিলেন গৌরী।