হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিলি কলিন্সের বাগদানের আংটি চুরি গিয়েছে। সম্প্রতি পশ্চিম হলিউডে এডিসন হোটেল থেকে প্রায় ১ কোটি টাকার আংটি চুরি যায়। একটি মার্কিন নিউজ পোর্টাল জানাচ্ছে যে ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত অভিনেত্রী লিলি কলিন্স বাগদানের আংটি এবং অন্যান্য জিনিসপত্র স্টোরে রেখে সানসেট উপভোগ করার জন্য হোটেলে প্রবেশ করেন। তারপর ফিরে এসে তিনি আংটিসহ বেশ কিছু জিনিস পাননি। লস এঞ্জেলেস কাউন্টি শরিফের অফিস বর্তমানে চুরির তদন্ত করছে।
লিলির বাগদানের আংটি, তার স্বামী তথা চলচ্চিত্র নির্মাতা চার্লি ম্যাকডোয়েল আইরিন নিউওয়ার্থ জুয়েলারির সহযোগিতায় ডিজাইন করিয়েছিলেন, এটি দেখলে শিল্পের উৎকর্ষ বোঝা যায়। আংটিতে একটি অত্যাশ্চর্য গোলাপ কাটা হীরা ছিল যা অনুমান করা হয়েছে ২ থেকে ৩ ক্যারেটের মধ্যে।
লিলির গয়নাগুলি আর স্বামী চার্লি ম্যাকডোয়েল দিয়েছিলেন। অভিনেত্রী চার্লির সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরের গাছ ছাড়া বেঁধেছিলেন। ৩৪ বছরের লিলি তাদের বিয়েতে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,’আমি কখনোই তোমার চেয়ে বেশি কারোর হতে চাইনি। এখন আমি তোমার স্ত্রী হতে পেরেছি’। এই লেখার পাশে অভিনেত্রী দুজনের চুম্বনরত একটি ছবি পোস্ট করেছিলেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর তাঁদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল।