মুম্বই: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় (RG Kar Incident) গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। শহর, জেলা, রাজ্যের গণ্ডি পার করে আন্দোলন পৌঁছেছে জাতীয় স্তরে। মহিলা চিকিৎসক-পড়ুয়ার উপরে নারকীয় অত্যাচার ও খুনের ঘটনার প্রতিবাদে দফায় দফায় চলছে প্রতিবাদ। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা।
আরজি কর কাণ্ডে সোচ্চার হয়েছেন বি-টাউনের (Bollywood) করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডার পাশাপাশি আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। এবার মুখ খুললেন নীল নীতিন মুকেশ (Neil Nitin Mukesh)। বাংলার ঘটনায় মুম্বইতে বসেই বিনিদ্র রজনী কাটাচ্ছেন কন্যাসন্তানের বাবা নীল।
আরও পড়ুন: শিবানি শিবাজি রাও হয়ে ফের পর্দায় ফিরছেন রানি
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, “সারা দিন কাজের পর রাতে টিভিতে খবর দেখছিলাম। হঠাৎ কলকাতার আরজি করের খবরটা দেখে আমি চমকে গেলাম। তখন আমার স্ত্রী, কন্যা ছিল শ্বশুরবাড়িতে। আর আমি একা আমার বাড়িতে ছিলাম। কলকাতার তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনাটা শুনে এতটাই কষ্ট হয়েছিল যে, প্রায় ঘণ্টাখানেক চুপ ছিলাম। চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না। মনে আছে, সেদিন রাতেই স্ত্রীকে ফোন করে এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। আমারও তো মেয়ে রয়েছে। ওর বয়স ৬ বছর। বাবা হিসেবে তাই ভয় হয় মেয়ের ভবিষ্যৎ নিয়ে।”
View this post on Instagram
অভিনেতা আরও বলেছেন, আমি ভীষণ আবেগপ্রবণ। ফলে, খবরটা দেখে আমি কেঁদে ফেলেছিলাম। আমার কাছের মানুষরা সকলেই জানেন যে আমি আদ্যোপান্ত পারিবারিক একটা মানুষ। সব বাবাদের মতো আমারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। কাল ও বড় হবে। ওর কী হবে? সেই দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম উড়েছে বলেই উল্লেখ করেছেন মুকেশ।
দেখুন বিনোদনের আরও খবর