চেন্নাই: না ফেরার দেশে পাড়ি দিলেন তামিল ছবির জনপ্রিয় খলনায়ক ড্যানিয়েল বালাজি ( Daniel Balaji Passes Away)। জানা যাচ্ছে, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে গত একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন অভিনেতা। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ড্যানিয়েল। শুক্রবার মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের কথায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৮ বছর।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন ড্যানিয়েল। ২০২২ সালে এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তীতে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবন-সহ নানান জনপ্রিয় তামিল সিনেমায় অভিনয় করেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল। তামিল ছবির পাশপাশি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন অভিনেতা।
আরও পড়ুন: রূপান্তরকামীদের ‘স্বীকার’-এ হাত মেলালেন আয়ুষ্মান
ড্যানিয়েলের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া দক্ষিণী সিনেমহলে। পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে বালাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে তিনি অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি। চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবরে এক্স হ্যান্ডেলে লেখেন, ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা। তাঁর কণ্ঠ ও অভিনয় কে কোনওদিন ভুলতে পারা যাবে না।
💔💔💔💔💔💔💔
Such a Sad news
He Was an inspiration for me to join film institute
A very good friend
Miss working with him
May his soul rest in peace #RipDanielbalaji https://t.co/TV348BiUNJ— Mohan Raja (@jayam_mohanraja) March 29, 2024
আরও খবর দেখুন