কলকাতা: অভিনয় জগতের গন্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে শক্ত মাটি তৈরি করতে সফল হয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে জিতে দিল্লি পাড়ি দিয়েছেন অভিনেত্রী। লোকসভা অধিবেশনে তাঁর ঝাঁঝালো একাধিক বক্তব্য নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা শুরু হয়েছে। সেইসবের মধ্যেই পথপশুদের নিয়ে সরব হতে দেখা গেল তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)-কে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে আবেগে ভাসলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।
সংসদ থেকে সায়নীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তথাগত লিখেছেন, “এতবছর ধরে যে লড়াইটা আমরা সবাই চালিয়ে যাচ্ছি “ওদের” জন্য, রাস্তার পথপশুদের জন্য, সেই লড়াইটা আসলে আইন বদলের লড়াই। অবলা চারপেয়েদের সুরক্ষার লড়াই। যাদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই তাদের বাঁচানোর লড়াই।” আর সেই লড়াইয়ের বার্তা সংসদে পৌঁছে দেওয়ার জন্য সায়নী ঘোষকে ভালোবাসা জানিয়েছেন পরিচালক।
তথাগত আরও বলেছেন, “ক্ষমতায় থাকা মানুষেরা অবলাদের বদলের জন্য যে লড়াইটা লড়তে ভুলে গেছেন সেই লড়াইটা শুরু করার জন্য আমার এবং সব পশুপ্রেমীদের তরফে ভীষণ ভালোবাসা রইল। পথ পশুদের অত্যাচার থেকে মুক্তির জন্য যে আইনের পরিবর্তন প্রয়োজন সেটা সঠিক জায়গায় সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য শ্রদ্ধা সায়নী। আমি বিশ্বাস করি আইন একদিন পাল্টাবে, আর পাল্টাবে তোমার হাত ধরে। আমাদের সবার স্বপ্নপূরণে তুমি আরও এগিয়ে যাও এটাই প্রার্থনা।” তথাগত এই পোস্টই মন ছুঁয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন: নন্দনে ব্রাত্য ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, গর্জে উঠলেন পরিচালক
উল্লেখ্য, চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পারিয়া’ (Pariah)। পথকুকুরদের উপর নির্যাতনের প্রতিবাদে এই ছবিতে বার্তা দেওয়া হয়েছে। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি। ইতিমধ্যেই ওটিটি মাধ্যমেও মুক্তি পেয়েছে ‘পারিয়া’। পরিচালক ছবির সিক্যুয়ালের ঘোষণাও করে ফেলেছেন। আগামী বছরে আসবে ‘পারিয়া ২’। জানা যাচ্ছে, ‘পারিয়া ওয়ান’-এ শুধু পথকুকুরদের কথা বলা হয়েছিল, এবার সমগ্র প্রাণীজগতের অস্তিত্ব রক্ষার লড়াই পর্দায় তুলে ধরবেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
দেখুন বিনোদনের আরও খবর