ওয়েব ডেক্স: নিঃশর্ত মুক্তি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) মুক্তি দিল আদালত। সাজার অর্থ ট্রাম্প অপরাধী হিসেবেই থাকবেন। তবে গোপন অর্থের মামলায় দোষী সাব্যস্ত হলেও জেল, জরিমানা বা প্রবেশন থাকছে না তাঁর।
সূত্রের খবর, শুনানি শেষে ট্রাম্প কোনও প্রতিক্রিয়া দেননি। শুনানিতে তিনি বলেন, আজ সকালে সাজা ঘোষণার শুনানিতে তিনি নির্দোষ প্রমাণ হয়েছে ইতিমধ্যেই। তাই তিনি সম্পূর্ণ নির্দোষ ও অন্যায় করেননি।
আরও পড়ুন: ইজরায়েলের হামলা এবার আন্তর্জাতিক মানচিত্রে? ক্ষোভে ফেটে পড়ল আরব দেশগুলি
ট্রাম্প বলেন, ‘এটি রাজনৈতিক উইচ হান্ট।আমার ইমেজ নষ্ট করার জন্য এটি করা হয়েছিল।’ উল্লেখ্য, ইতিপূর্বে ১০ জানুয়ারি মামলায় সাজা স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধও জানিয়েছিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ট্রাম্পকে তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে ঘুষ দেওয়ার বিষয়টি গোপন করার জন্য ভুয়ো রেকর্ড করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০১৬ -এ নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১৩০,০০০ ডলার গোপন করেছিলেন। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের মে মাসে ট্রাম্পকে তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে অর্থ প্রদানের বিষয়টি গোপন করার জন্য মিথ্যা রেকর্ড করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, যিনি ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের সাথে কথিত সম্পর্কের বিষয়ে নীরব থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১৩০,০০০ ডলার গোপন করেছিলেন। ট্রাম্প অবশ্য এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
দেখুন আরও খবর: