
ওয়েব ডেস্ক: ধাক্কা খেলেন দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। একদিনে তাঁর ২৯ বিলিয়ন ডলার সম্পত্তি কমে গেল। ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত তাঁর ধনসম্পত্তি ক্ষয় হয়েছে ১৩২ বিলিয়ন ডলারের। ভারতীয় মুদ্রার হিসেব? প্রায় সাড়ে ১১ লক্ষ কোটি টাকা। অবশ্য তা সত্ত্বেও ৩৩০ বিলিয়ন ডলার নিয়ে এখনও তিনিই এই গ্রহের ধনীতম ব্যক্তি।
চাপে রয়েছে টেসলা (Tesla) যা মাস্কের আর্থিক ক্ষতির উপর বড় প্রভাব ফেলেছে। গত দুই মাসে টেসলার শেয়ারের দাম ৩৫ শতাংশ কমেছে, যার ফলে বাজারমূল্য ৪০০ বিলিয়ন ডলার কমেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, রাতারাতি ওয়াল স্ট্রিটের (Wall Street) পতনের মধ্যে টেসলার শেয়ারের ব্যাপক ক্ষতির কারণে মাস্কের সম্পদ একদিনে ২৯ বিলিয়ন ডলার কমেছে।
আরও পড়ুন: পাকিস্তানে ‘হাইজ্যাক’ হল আস্ত ট্রেন, পণবন্দি ১০০-র বেশি যাত্রী
একটি গুরুত্বপূর্ণ কারণ হল টেসলার বিক্রিবাটা কমে যাওয়া। ক্রমবর্ধমান বৈদ্যুতিক গাড়ির (EV) প্রতিযোগিতার বাজার এবং উচ্চমানের বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়ার কারণে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এর বিক্রি ১৬ শতাংশ কমে গিয়েছে যার প্রভাব পড়েছে ধনকুবেরের সম্পত্তিতে।
তাছাড়া, মাস্কের রাজনৈতিক জগতে বাড়াবাড়ি রকমের সম্পৃক্ততা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পুনর্নির্বাচনের প্রচারে ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছিলেন এবং পরে সরকার দক্ষতা বিভাগের (DOGE) প্রধান হিসেবে নিযুক্ত হন। মাস্কের নতুন সরকারি ভূমিকা তাঁকে একটি বিতর্কিত প্রশাসনের সঙ্গে যুক্ত করেছে, যার ফলে অনেক বিনিয়োগকারী এবং গ্রাহক টেসলা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।
দেখুন অন্য খবর: