নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে শুনানির সময়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করার কথা বলেছিলেন। যা নিয়ে আলোড়িত হয়েছিল শাসকদল তৃণমূল এবং সামগ্রিক রাজ্য প্রশাসন। কিন্তু লিখিত নির্দেশনামায় হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের বিষয়টির উল্লেখ নেই। এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, আরজি করে কোনও কেন্দ্রী বাহিনী মোতায়েন করা হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট।
আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এই ঘটনাই প্রমাণ যে আরজি করে ৭০০ রেসিডেন্ট ডাক্তারের মধ্যেই অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৩০-৪০ জন মহিলা, ৬০-৭০ জন পুরুষ ডাক্তার আছেন। শীর্য আদালতের নির্দেশ, শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, পরিষেবার স্বার্থে সমস্ত চিকিৎসকের হাসপাতালে ফিরে আসা উচিত। তাই সিআইএসএফ (CISF) সিআরপিএফ (CRPF) পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করতে হবে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)।
আরও পড়ুন: কংগ্রেসি বকেয়া আয়কর: হাই কোর্টের সুপ্রিম সমালোচনা
যদিও কুণাল আরও একটি পোস্টে লেখেন, আমি একটু আগে পোস্ট করেছিলাম শুনানিতে উল্লেখ হলেও আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে একটু বিভ্রান্তি হচ্ছে এখন। আমি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পোস্ট করেছিলাম। এখনও সেই পোস্ট রাখছি। কিন্তু আবার চেক করছি। যদি এই তথ্য ভুল হয়, আমি জানিয়ে ডিলিট করে দেব।
ফের কিছুক্ষণ পর আরও একটি পোস্টে তিনি লেখেন, আগের পোস্টের আপডেট। সুপ্রিম কোর্টের যে নির্দেশটি প্রকাশিত হয়েছে, তাতে আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নেই। তবে শুনানিতে আলোচিত হয়েছিল। যদি একটু পরে এই অংশটি সংযোজন করে নতুন নির্দেশ দেওয়া হয়, তাহলে সেটাই চূড়ান্ত। যদি সেটিও হয়, তাতেও তৃণমূল কংগ্রেসের কোনও আপত্তি নেই।
Breaking:
RGKar এ কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 20, 2024
আগের পোস্টের update:
SCর যে নির্দেশটি প্রকাশিত হয়েছে, তাতে RGKor এ কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নেই।
তবে শুনানিতে আলোচিত হয়েছিল।
যদি একটু পরে এই অংশটি সংযোজন করে নতুন নির্দেশ আপলোড হয়, তাহলে সেটাই চূড়ান্ত।
যদি সেটিও হয়, তাতেও তৃণমূল কংগ্রেসের কোনও আপত্তি নেই।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 20, 2024
আমি একটু আগে পোস্ট করেছিলাম শুনানিতে উল্লেখ হলেও RGKorএ কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেয়নি SC.
এনিয়ে একটু বিভ্রান্তি হচ্ছে এখন।
আমি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পোস্ট করেছিলাম।
এখনও সেই পোস্ট রাখছি। কিন্তু আবার চেক করছি।
যদি এই তথ্য ভুল হয়, আমি জানিয়ে ডিলিট করে দেব।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 20, 2024