skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollসন্ধে ৬টায় মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠকের সম্ভাবনা
R G Kar Protest

সন্ধে ৬টায় মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠকের সম্ভাবনা

নবান্নের সভাঘরে হতে পারে এই বৈঠক

Follow Us :

কলকাতা: জুনিয়র ডাক্তারদের দেওয়া ইমেল-র উত্তর দিল নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন নবান্নে সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক করবেন বলে ইমেল করে বলা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন বলে বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেন জুনিয়র ডাক্তারেরা। সেই ইমেলে তাঁরা উল্লেখ করেন, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। সেই দাবি সমাধানের আশাতেই তাঁরা ফের মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসতে চান।

আরও পড়ুন: বৈঠকে বসতে চেয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ইমেল-এ তাঁরা জানিয়েছেন, এতদিন তাঁরা যে পাঁচদফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধরনা-অবস্থান করছেন, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি এখনও মেটেনি। সেই দাবি নিয়ে বুধবারই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চান বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। তবে ধরনা বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনও স্পষ্ট বার্তা দেননি আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular