পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরে জোৎশ্রীরাম ও জারগ্রাম অঞ্চলের একাধিক এলাকা নদীর (River) জল (Water) ঢুকে জলমগ্ন হওয়াতে রাস্তায় আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা। ডিভিসি দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে। তার ফলে দামোদর নদের জলস্ফীতি হয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সুরক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। রাতভর অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা জামালপুরের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন।
দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি। তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কম হলেও এখনও জলস্তর কমেনি বহু জেলায়। এরই মাঝে মঙ্গলবারের পর ফের বুধবার জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। জানা গিয়েছে, এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে টানা তিনদিন জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফের জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা
আরও খবর দেখুন