কলকাতা: রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবারই হাজিরার নির্দেশ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে। ইডি সূত্রে খবর, সোমবার মধ্যরাতে বারিককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আজ তিনি হাজিরা না দেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে তদন্তকারী সংস্থা ইডি। এই নিয়ে দ্বিতীয়বার বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই ইডির কাছে সময় চান বারিক।
উল্লেখ্য, সোমবার সময় চেয়ে ইডি (ED)-কে চিঠি দেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস (Barik Biswas)। রেশন দু্র্নীতি মামলার (Ration Distribution Case) তদন্তে বারিকের নাম উঠে আসে। গত সপ্তাহে তাঁর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডির আধিকারিকরা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি সহ ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপরই তাঁকে তলব করা হয়। তবে হাজিরা এড়িয়ে যান বারিক।
আরও পড়ুন: স্বাভাবিকের পথে বাংলাদেশ, শিথিল করা হল কার্ফু
ইডি সূত্রে খবর, বারিকের কোম্পানি ও রাইস মিলসহ ব্যাঙ্কের নথি ইডিকে পাঠান তিনি। এমনকী তাঁকে যেন সময় দেওয়া হয় বলেও জানান বারিক। তবে সেই নথিতে সন্তুষ্ট নয় তদন্তকারীরা। তাই দ্বিতীয়বার বারিককে তলব করল ইডি।
দেখুন আরও অন্যান্য খবর: