কলকাতা: পুজোর আগে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে নিম্নচাপের রূপ নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত শুরু হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডেও।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার আংশিক মেঘলা আকাশ, জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বোলা বাড়তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।
আরও পড়ুন: সিজিওতে হাজিরা দিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে।
এদিকে উত্তরবঙ্গে সোমবার থেকে দার্জিলিং, মালদহ সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: