কলকাতা: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের সন্দীপ ঘোষের (EX RG Kar Principal Sandip Ghosh) বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ, স্বাস্থ্যভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, কাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়। কাগজ সঠিক না থাকার পরও একাধিক কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছে সন্দীপ। কয়েক কোটি টাকার বরাত দেওয়া হয়। এবার সিবিআইয়ের নজরে সেই সহ কোম্পানি, সাপ্লাইয়ার, ভেন্ডার মালিকরা।
সন্দীপের ঘোষের বিরুদ্ধে একাধিক বেনামী সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সব কোম্পানির সঠিক কাগজ না থাকার সত্ত্বেও তাদের টেন্ডার পাইয়ে দিয়েছে সন্দীপ। অভিযোগ সন্দীপ ঘোষ মোটা টাকা ঘুষের বিনিময় টেন্ডার পাইয়ে দিয়েছে কোম্পানি গুলোকে। আরজি করের প্রাক্তন এক কর্মীর অভিযোগ, সন্দীপ ঘো। নিজেকে আরজি করের মুখ্যমন্ত্রী মনে করতেন। এমনকী কলকাতা হাইকোর্ট তাঁকে ‘পাওয়ারফুল লোক’ বলে সম্বোধন করেছে। হাসপাতালের গেট থেকে মর্গ পর্যন্ত নিজস্ব একটা ‘সেট আপ’ তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ। মর্গ থেকে ফার্মেসি- সব জায়গায় চলত দুর্নীতি। ভাল ডাক্তার হলেও, ওঁর পছন্দ না হলে বদলি করে দিতেন।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে সন্দীপ-সহ একাধিক চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা
আরজি করের তদন্তভার হাতে পেয়েই তল্লাশিতে নেমেছে সিবিআই। রবিবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি-সহ ১৫ জায়গায় হানা দেয় সিবিআই। বেলেঘাটার বাড়িতে সকাল পৌনে ৭টা নাগাদ সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল পৌঁছায়। সিবিআইয়ের দলে রয়েছেন এক মহিলা আধিকারিক-সহ সাত জন।
অন্য খবর দেখুন