কলকাতা: রবিবার লালবাজারে হাজিরা দিতে তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Shekhar Ray)। কিন্তু যাচ্ছেন না তিনি, অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন। আরজি কর কাণ্ডে (RG Kar Medical College) পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vinit Goyal) গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সম্ভবত সে কারণেই তাঁকে তলব করে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার বিকেল ৪টের সময় লালবাজারে (Lalbazar) হাজিরা দেওয়ার কথা ছিল সুখেন্দুর।
টুইট করে সুখেন্দু লিখেছিলেন, “সিবিআইকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হবে। কারা এবং কেন আত্মহত্যার তত্ত্ব ছড়াল, দেওয়াল ভাঙা হল কেন, কার মদতে সঞ্জয় রায় এত প্রভাবশালী হল, স্নিফার ডগ কেন তিনদিন পর কাজে লাগানো হল, এরকম ১০০টা প্রশ্ন রয়েছে। ওদের মুখ খোলানো হোক।”
আরও পড়ুন: দেশের সব রাজ্যের আইনশৃঙ্খলার রিপোর্ট তলব কেন্দ্রের
এদিকে তিনদিন পরে স্নিফার ডগ প্রয়োগের অভিযোগ খণ্ডন করে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন, ৯ অগাস্ট রাতেই সারমেয় বাহিনী কাজে লাগানো হয়েছিল। তদন্তে অগ্রগতি আনতে ফের ১২ তারিখও একই কাজ করা হয়। কাজেই তিনদিন পর স্নিফার ডগ কাজে লাগানোর যে খবর ঘুরছে তা সম্পূর্ণ ভুল কথা।
দেখুন অন্য খবর: