skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeকলকাতাJay Prakash Majumdar Tmc: একদা মুখপাত্র জয়প্রকাশের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ...

Jay Prakash Majumdar Tmc: একদা মুখপাত্র জয়প্রকাশের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত

Follow Us :

কলকাতা: বিজেপির প্রাক্তন মুখপাত্র তৃণমূলে যোগ দিচ্ছেন Jay (Prakash Majumdar Tmc Joins)। স্বভাবতই ফের সুকান্ত-অমিতাভ গোষ্ঠীর দিকে আঙুল জোরালো হচ্ছে। আর তখনই জয়প্রকাশ মজুমদারের তৃণমূলের মঞ্চে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার।তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। রীতিমতো কোণঠাসা রাজ্য সভাপতির সাফাই, জয়প্রকাশকে আগেই সাসপেন্ড করা হয়েছে। তাঁর সঙ্গে দলের কোনও যোগ নেই। একজন স্বাধীন ব্যক্তি হিসেবে তিনি যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলে সাসপেন্ড হয়েছিলেন, তাঁর পর থেকে দলের সঙ্গে তাঁদের কোনও যোগ ছিলই না। সোমবার বৈঠকে বসেছিলেন জয়প্রকাশ, রীতেশরা। ছিলেন লকেট চট্টোপাধ্যায়ও। যে লকেট দিন কয়েক আগেয়ই বিজেপির চিন্তন বৈঠকে সুকান্তর সামনেই তাঁর সমালোচনা করেছিলেন। সোমবারের বৈঠকের পরই মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ।

এ প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি সুকান্তর মন্তব্য, ‘জয়প্রকাশ আগে কংগ্রেস করতেন। তারপর বিজেপিতে আসেন। সেখান থেকে তৃণমূলে। বিজেপি একটি সাংগঠনিক দল। শৃঙ্খলাহীন সৈনিকের  এখানে কোনও প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘জয়প্রকাশ বেশ কিছু দিন ধরেই দল বিরোধী কাজ কর্ম করে আসছিলেন। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে তাঁর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।’ সুকান্তর দাবি, জয়প্রকাশের তৃণমূলে যোগদানের ফলে বিজেপির কোনও ক্ষতি হবে না। দু এক জন চলে গেলেও বিজেপির মতো একটা দলকে নড়ানো সম্ভন নয়।

আরও পড়ুন  Jay Prakash Majumdar: তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির জয়প্রকাশ

RELATED ARTICLES

Most Popular