কলকাতা: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে কড়া মন্তব্য করেছিলেন শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় (Sanjay Gaikwad)। তা নিয়ে তোপ দাগলেন মহারাষ্ট্রের মহাযুক্তি জোটেরই শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar)। এমনকী পওয়ারের ক্ষোভ প্রকাশের সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং আর এক উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)।
গায়কোয়াড়ের নাম না করেই এনসিপি (NCP) নেতা পওয়ার বলেন, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর সামনে আমি একটা কথা বলব। প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত প্রকাশের, এই অধিকার দিয়েছেন সংবিধানের কারিগর বাবাসাহেব আম্বেদকর। তবে, যখন আপনি শাসকদল কিংবা বিরোধী দলে থাকবেন, একটা সীমা রাখা উচিত।
আরও পড়ুন: হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল!
অজিত পওয়ার আরও বলেন, আমরা শিব-শাহুর রাজ্য মহারাষ্ট্রে থাকি। বেপরোয়া মন্তব্য করে মুখ্যমন্ত্রী কিংবা মহাজোটের শরিকদের বিরক্ত করা উচিত নয়। ক্ষোভের উদ্রেক হওয়া স্বাভাবিক কিন্তু কতটা সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সীমা থাকা উচিত। তবে এই মঞ্চ থেকে রাহুল গান্ধীর সমালোচনাও করেন এনসিপি নেতা।
দেখুন অন্য খবর: