skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeScroll১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বাবা-কাকা-তুতোভাই
Crime News

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার বাবা-কাকা-তুতোভাই

Follow Us :

পুনে: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা, কাকা এবং তুতোভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই নাবালিকার স্কুলে গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে একটি কর্মশালা চলছিল। সেখানেই ওই নাবালিকা তার এই অভিজ্ঞতার কথা বলে। এরপরই পুলিশকে এ ব্যাপারে জানানো হয়। গোটা বিষয় জানার পর গতকালই পুলিশ ওই নাবালিকার বাবা, কাকা এবং তুতোভাইকে পকসো আইনে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই মাসে ২০ বছরের নাবালিকার তুতোভাই তাকে ধর্ষম করে। এমনকী যদি এ ব্যাপারে কেউ যাতে কিছু না জানে চার জন্য মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে তার কাকাও ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। সেই সময় ওই নাবালিকা নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তার কাকা গলা টিপে ধরে বলে অভিযোগ। এমনকী তার বাবাও তাঁকে যৌন নির্যাতন করেছে বলে ওই নাবালিকা জানিয়েছে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ ৪ সদস্যের, পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

গোটা বিষয়টি গতকাল ওই নাবালিকা স্কুলের কর্মশালায় জানায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গোটা বিষয়টি শোনার পর ওই তিনজনকে গ্রেফতার করেছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular