নয়াদিল্লি: ফের বিপাকে বাবা রামদেবের পতঞ্জলি ব্র্যান্ড (Patanjali)। টুথপেস্ট পাউডারে আমিষ জাতীয় পদার্থ ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছিল আগেই। এই মর্মে বাবা রামদেবের সংস্থাকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন আইনজীবী সাশা জৈন।
টুথপেস্ট পাউডারের প্যাকিংয়ে নিরামিষ ট্যাগ ও উল্লেখ থাকলেও টুথপেস্ট পাউডার তৈরিতে সামুদ্রিক মাছের অংশ বিশেষ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ওই আইনজীবী। এবার আবারও পতঞ্জলির দাঁতের মাজনে আমিষ দ্রব্য নিয়ে দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) নতুন অভিযোগে বিপাকে বাবা রামদেব (Baba Ram Dev)।
আরও পড়ুন: বিচ্ছিন্না স্ত্রীর সঙ্গে সালিশি সেন্টারে বসতে ওমর আব্দুল্লাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
পতঞ্জলি সংস্থার দিব্য দন্ত-মঞ্জনে সবুজ ফোঁটা বা ডট রয়েছে। সেই অনুযায়ী এটি ভেষজ উপাদান দিয়ে তৈরি। কিন্তু ওই মাজনে ক্যাটল ফিস বা অক্টোপাসের দেহাবশেষের অস্তিত্ব রয়েছে, নতুন করে অভিযোগ তুলেছেন এক মামলাকারী। নিয়মমাফিক ওই দাঁতের মাজনে কী কী উপাদান রয়েছে, তা লেবেলে উল্লেখ করা রয়েছে। সেগুলির মধ্যে সিপিয়া অফিসিনালিস নামে একটি উপাদান রয়েছে। যা আসলে ক্যাটাল ফিসের দেহাবশেষ, মামলায় এমনই অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের জেরেই পতঞ্জলি আয়ুর্বেদ, বাবা রামদেব সহ কেন্দ্রীয় সরকারকে নোটিস দিয়েছেন বিচারপতি সঞ্জীব নারুলার। আগামী ২৮ নভেম্বর হবে মামলার শুনানি।
আরও খবর দেখুন