কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয় পিভি সিন্ধুর। মেয়েদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জিতলেন দেশের তারকা শাটলার সিন্ধু। প্রতিপক্ষ মিশেল লিকে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে দেন সিন্ধু।কমনওয়েলথের শেষ দিনে সিন্ধুর সোনার পদক দিয়ে অভিযান শুরু করল ভারত। এই নিয়ে ১১ দিনে ভারতে এল ১৯টি সোনা। এর আগে ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জেতেন সিন্ধু। অলিম্পিক্সে দুটি পদক ছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা-সহ পাঁচটি পদক।
এদিন তাঁর এই সাফল্যে টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, জাতির গর্ব কমনওয়েলথ গেমস, ২০২-এ ব্যাডমিন্টনে সিঙ্গলসে সোনা জিতেছে। তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য আমি অভিনন্দন জানাই। সত্যিই, তাঁর অধ্যবসায় এটি একটি অনুপ্রেরণা।
আরও পড়ুন: Tala Bridge: অবশেষে খুলতে চলেছে টালা ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সোমবার শুরু থেকেই আগ্রাসী ছিলেন সিন্ধু। সুযোগ যেন হাত ছাড়াই করতে চাননি তিনি। মিশেলকে দাঁড়াতেই দিলেন না। শুরু থেকেই অবশ্য ছন্দে ছিলেন তিনি। প্রথম গেমটা ২১-১৫ জেতার পর আর রোখা যায়নি তাঁকে। দ্বিতীয় গেমটাও ২১-১৩ জিতে নেন। সোনা জিততে খুব বেশি একটা সময় নেননি হায়দরাবাদের মেয়ে। এমন দাপুটে পারফরম্যান্স অনেক দিন পর দেখা গেল তাঁর।