ওয়েবডেস্ক- ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তার ডিভিশনে (Baster Division) আত্মসমর্পণ (Surrender) করলেন ১৬ মাও নেতা (Mao Leader)। যাদের মাথা দাম ছিল ৪৮ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যায় নারায়ণপুরে অস্ত্রশস্ত্র সমেত ১৬ মাওবাদী। বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Secuity Force)। এদের মধ্যে কেউ জনতা সরকার, কেউ চেতনা নাট্যমণ্ডলী আবার কেউ মাওবাদীদের পঞ্চায়েত স্তরের বাহিনীর মতো নিচুতলার বিভিন্ন ইউনিটের সদস্য। তবে এরা সকলেই মাও কার্যকলাপে সক্রিয় ছিল।
আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সদস্য ছিল। ১৬ জন আত্মসমর্পণকারীদের মধ্যে ছিল সাত জন মহিলা। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হল ডেপুটি কমান্ডার পোদিয়া মারকাম ওরফে রতন এবং প্লাটুন সদস্য মনোজ দুগ্গা ওরফে, সুমিত্রা ওরফে সানি কুরসাম এবং ভ্যানিলা ফারসা।
ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জা) পি সুন্দররাজ বলেন, ভ্রান্ত মতাদর্শ সম্পর্কে তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে মাও নেতা কর্মীদের। তাই বস্তার জুড়ে মাও নেতা কর্মীদের মধ্যে আত্মসমর্পণের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন- বিহার ভোটে AI ব্যবহারে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের!
উল্লেখ্য, সম্প্রতি বস্তার জেলা থেকেই ফের আরও একবার মাও নির্মূলের বার্তা দেন অমিত শাহ। সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা আন্তসম্পর্ণ কর, বা হলে নির্মূল করে দেওয়া হয়। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোনও আলোচনা মাওবাদী নেতাদের নিয়ে না।
২০২৬ সালের মার্চ মাসে মাও মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদের শিকড় উপড়ে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মাও দমনে প্রায় তিন হাজার আধাসেনাকে নামানো হয়েছে। বছরের ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
দেখুন আরও খবর-