২০২৫ কর্কট রাশির (Cancer Zodiac Sign) একটি বিশেষ বছর হতে চলেছে। শনিদেব কর্কট রাশির (Horoscope) জাতকদের মুক্তি দিতে চলেছেন। শনির ধাইয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবন আনন্দে ভরে উঠবে। প্রেম জীবন থেকে আর্থিক জীবন সব কিছুতেই অভিষ্ট লাভ করতে চলেছে এই রাশির (Zodiac Sign) জাতক জাতিকারা।
অর্থনৈতিক উন্নতি-(Economic development)
দূর হবে যেকোনও প্রকারের আর্থিক বাধা। সম্পূর্ণভাবে আর্থিক সমস্যার সমাধান। মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে দূর হচ্ছে, অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয় ভাবে কেতুর প্রভাব শুরু হবে। তুলনামূলকভাবে পরিস্থিতি অনেক ভালো। ধনের কারক বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভ ভাবে তৈরি হয়েছে যা আপনার পরিশ্রমের অনুরূপ ফল দেবে। এপ্রিলের মাঝামাঝি এবং মে পর্যন্ত সময় কিছু আর্থিক উন্নতির যোগ। তবে মে মাসের মাঝামাঝি পরে ব্যয় বাড়তে পারে, সেক্ষেত্রে একটু সংত থাকতে হবে।
আরও পড়ুন: এই চার রাশির উপরে সব সময় বিষ্ণুর আশীর্বাদ থাকে
প্রেম জীবন (Love Life)
সুখে ভরে উঠবে। গত বছর প্রেমে বাধা তৈরি হয়েছিল তবে মার্চ মাসের পরে শনির প্রভাব পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। প্রেম জীবনে উন্নতি আসবে। ছোট খাটো রাগারাগি, কথা কাটাকাটি থেকে নিজেকে সংযত রাখতে হবে। যদিও বৃহস্পতির গোচর মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল হয়ে থাকবে। পুরনো সমস্যা দূর হয়ে যাবে, নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। পুরনো ফিরে আসতে পারে।
বিবাহ-(Marriage)
বিয়ের যোগ তৈরি হবে। উপযুক্ত পাত্র-পাত্রীর খোঁজ পাওয়া যাবে। যারা প্রেম করছেন, তাদের মনোস্কামনা পূরণ হবে। বিশেষকরে মে মাসের মধ্যভাগের আগে কোনও সকারত্মক রাস্তা খুলতে পারে। পরের সময় বিবাহের ব্যাপারে কথা বলতে গেলে অধিক সাহায্যকারি নাও হতে পারে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বছরটি এই ক্ষেত্রেও মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর দাম্পত্য ক্ষেত্রে কোনও বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে সাধারণত বিবাহিত জীবন ভালো যাবে, তবে তুলনায় বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে ভালো হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।